বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ খুলে ফের বিতর্কে জড়ালেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। যুগ যুগ ধরেই চলে আসছে এটা। ধর্ষণ আগেও হয়েছে, পরেও হবে, এর কোনও সমাধান নেই। এমনই মন্তব্য করতে শোনা গিয়েছে বারাসতের তৃণমূল বিধায়ককে।
দুর্গাপুর ‘গণধর্ষণ’ নিয়ে বিষ্ফোরক চিরঞ্জিত (Chiranjeet Chakraborty)
সোমবার বারাসতের রবীন্দ্র ভবনে ছিল তৃণমূলের বিজয়া সম্মিলনী। সেখানেই উপস্থিত ছিলেন বিধায়ক চিরঞ্জিত (Chiranjeet Chakraborty)। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হতেই ওঠে দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের প্রসঙ্গ। আর এ বিষয়ে মুখ খুলেই কার্যত বিষ্ফোরণ ঘটান চিরঞ্জিত।
কী এমন বললেন বিধায়ক: চিরঞ্জিতের (Chiranjeet Chakraborty) কথায়, ‘যুগ যুগ ধরে এই ঘটনা চলে আসছে। সবাই চেষ্টা করে যাতে এমন ঘটনা না ঘটে। জানিনা রামরাজ্য বলে কিছু ছিল কিনা, সেখানে এমন ঘটত না কিনা জানা নেই। কিন্তু আমার জন্মের পর থেকেই দেখে আসছি এই ধরণের ঘটনা। আগেও হয়েছে, হয়তো পরেও হবে। উপায় কী!’
ফের শুরু বিতর্ক: ধর্ষণের ঘটনা বন্ধ করার উপায় কী? চিরঞ্জিতের (Chiranjeet Chakraborty) জবাব, ‘এর কোনও সমাধান হয় নাকি?’ অভিনেতা বিধায়কের কথায়, দুজন ছেলে একসঙ্গে বেরোলে কোনও সমস্যা হয় না। কিন্তু নারীদের অনেক ধরণের সাবধানতা অবলম্বন করতে হয়। উল্লেখ্য, এর আগেও মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন চিরঞ্জিত (Chiranjeet Chakraborty)। এদিন সেই প্রসঙ্গ উঠলেও অভিনেতা বিধায়ক বলেন, আগে পোশাক নিয়ে যা বলেছিলেন এখনও তাই বলবেন।
প্রসঙ্গত, দুর্গাপুর মেডিকেল কলেজের ক্যাম্পাসের কাছেই তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। প্রকাশ্যে এসেছে নির্যাতিতার মেডিকেল রিপোর্ট। সূত্রের খবর, মেডিকেল রিপোর্টে মিলেছে ধর্ষণের ইঙ্গিত। জানা যাচ্ছে, হাসপাতালের রিপোর্টে উল্লেখ রয়েছে, নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রয়েছে। প্রচুর রক্তপাতের উল্লেখও রয়েছে রিপোর্টে। এই মুহূর্তে দুর্গাপুরের (Durgapur Rape) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন নির্যাতিতা।