বাংলা হান্ট ডেস্কঃ শেষ দুবছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোল রাজ্যে। সেই দুর্নীতির সূত্র ধরে সামনে উঠে আসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর নাম। বর্তমানে সংস্থার সিইও পদে রয়েছেন তিনি। বহুবার এই জল উৎপাদনকারী সংস্থা লিপ্স অ্যান্ড বাউন্ডস-এর নাম শোনা গিয়েছে অভিষেকের মুখে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
গত মঙ্গলবার শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের বৈঠকে থেকে তৃণমূল সুপ্রিমো দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কে বা কারা ঠিক কোন কারণে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সে নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি মমতা। তবে মুখ্যমন্ত্রীর দাবি করেছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি এসব করছে।
বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কিছু না করলে বউ – বাচ্চাদের খাওয়াবে কী?’ ‘‘আমারা ভয় পাই না তাই আমাদের উপর বিজেপির খুব রাগ।’’ এর পরই মমতা বলেন, ‘‘আপনারা জানেন না… অভিষেক একটা ইয়ং ছেলে। বিয়ে করেছে, ২টো বাচ্চা আছে, ওকে তো কিছু একটা করতে হবে। নইলে খাওয়াবে কী করে? কিছু তো একটা করতে হবে। ঘরে বসে থাকলে তো আর খাবার জুটবে না। ‘ এরপরই মমতা বলেন, ‘ওর একটা ব্যবসা ছিল। সব সম্পত্তি অ্যাটাচ করে দিয়েছে।’
মমতা বলেন, ‘‘আমি আগে কখনও এই কথা বলিনি। কারণ, আমরা লড়াই করছি। আমাদের যা আছে তোমরা নিয়ে নাও। কিন্তু গণতন্ত্রকে ধ্বংস কোরো না।’’ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিষেকের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর। সেই সংস্থারই উচ্চপদস্থ কর্তা ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সংস্থার কর্মী ‘কালীঘাটের কাকু’-কে গতবছর গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই সংস্থার ‘ডিরেক্টর’ ছিলেন অভিষেক।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রকাশ্যে জাস্টিস সিনহার নির্দেশনামা!
পরে ২০১৪ সালে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময়ে সংস্থার ‘ডিরেক্টর’ পদ থেকে ইস্তফা দেন। বর্তমানে তিনি ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর ‘সিইও’। আর ডিরেক্টর পদে রয়েছেন অভিষেকের বাবা, মা এবং স্ত্রী রুজিরা। নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই আদালতে অভিষেকের সংস্থার সম্পত্তির প্রসঙ্গ ওঠে। অভিষেকের মা-বাবাকে তলব করে ইডি। তারা হাজার হাজার পাতার নথি দেয় আদালতে। এরই মধ্যে কিছুদিন আগে গত ২ জানুয়ারি লিপস অ্যান্ড বাউন্ডসের প্রায় ৭.৫ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। সূত্র মারফফ এমনটাই জানা গিয়েছে।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!