আবারও ব্যাহত মেট্রো পরিষেবা! ব্লু লাইনে বিপত্তিতে দমদম-ময়দান রুটে ভাঙা পথে ট্রেন চলাচল

Published on:

Published on:

Kolkata Metro Dum Dum-Maidan route suffers due to metro outage

বাংলা হান্ট ডেস্ক: ফের আরও একবার ব্লু লাইনে মেট্রো বিভ্রাট (Kolkata Metro)। সূত্রের খবর, গিরিশ পার্ক ও মহাত্মা গান্ধী স্টেশনের মধ্যে লাইনের সমস্যা থাকার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এই পরিষেবা। তবে আপাতত ভাঙা পথেই চলছে ব্লু লাইন মেট্রো।

মেট্রো বিভ্রাটে ভোগান্তি দমদম-ময়দান রুটে (Kolkata Metro)

মেট্রোরেল তরফ থেকে জানানো হয়েছে, বুধবার সাড়ে ১২টার পর গিরিশ পার্ক ও মহাত্মা গান্ধী স্টেশনের মধ্যে লাইনের সমস্যা দেখা দেয়। এর ফলে আপাতত ডাউন ও আপ্লাইনের মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যার ফলে পরপর স্টেশন গুলিতে দাঁড়িয়ে থাকে ট্রেন। এবং পরে কামরাগুলি খালি করে দেওয়ার ঘোষণা করে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)।

Kolkata Metro Dum Dum-Maidan route suffers due to metro outage

আরও পড়ুন: কালীপুজোয় বিরিয়ানির বদলে এভাবে ট্রাই করুন মাংসের পোলাও, রইল রেসিপি

আর এই সমস্যার ফলে বুধবার দুপুরে কার্যত পরিষেবা ব্যাহত হয়। পাশাপাশি অসুবিধার মুখে পড়ে নিত্যযাত্রীরা। এছাড়া এই অসুবিধার জন্য ভাঙা পথে পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো (Metro) কর্তৃপক্ষ। আপাততভাবে শহীদ ক্ষুদিরাম থেকে ময়দান ও দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাচ্ছে। তবে মেট্রোর এসএস কান্নান জানান, মহাত্মা গান্ধীর স্টেশনে একটি সমস্যা দেখা দিয়েছে। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছেছেন ইঞ্জিনিয়াররা। সমস্যার সমাধান দ্রুত করার চেষ্টা করছেন তারা। যত তাড়াতাড়ি সম্ভব আবারো এই পরিষেবার স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। তবে কি সমস্যা হয়েছে সেই বিষয়ে বিস্তার কোন তথ্য দেননি মেট্রো (Metro) কর্তৃপক্ষ।

যদিও, গত সপ্তাহে শনি ও রবিবার পরপর দুদিন ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল। সেই সময় দমদম সিগনালে সমস্যা হওয়ায় টানা তিন ঘন্টা দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ ছিল মেট্রো (Metro) চলাচল। তার ওপর আবার রোববার সন্ধ্যা বেলায় একই সমস্যা দেখা দেয়। মহানায়ক উত্তম কুমার স্টেশনের ঢোকার মুখে একটি মেট্রো খারাপ হয়ে যায়। যার ফলে অসুবিধা সম্মুখীন হতে হয় নিত্য যাত্রীদের। তবে এই বিষয়ে যাত্রীরা জানিয়েছেন, সন্ধ্যা ৭ টার পর থেকে প্রায় ঘন্টা খানে ধরে আপট অনলাইনে অনিয়মিত মেট্রো পরিষেবা চলছিল। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভাঙা পথে সেই সময় এই পরিষেবা পাওয়া যাচ্ছিল। তবে সৌমোম মঙ্গলবার ব্লু লাইনে কোন মেট্রো পরিষেবায় সমস্যা দেখা না দিলেও। বুধবার সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের (Kolkata Metro)।