বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি ভুয়ো কল (Fake Calls) কিংবা মেসেজে বিরক্ত হয়ে উঠেছেন। বারংবার ব্লক করার পরও সুরাহা মিলছে না। একবারে সহজেই ব্লক করা যাবে এবার থেকে। গ্রাউট দিয়ে সুবিধার কথা মাথায় রেখে ‘সঞ্চার সাথী’ নামক একটি পোর্টাল ও অ্যাপ লঞ্চ করেছে কেন্দ্র সরকার। এবার এই পোর্টালেই অথবা অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে খুব সহজেই ফোনে আসা ভুয়ো কল কিংবা মেসেজ ব্লক করা যাবে।
ভুয়ো কল আর নয়, সরকারি অ্যাপ ব্যবহার করুন (Fake Calls)
আজকের প্রতিবেদনে জানানো হল, কিভাবে আপনারা এই অ্যাপটি ব্যবহার করবেন। পাশাপাশি কিভাবে বুঝবেন কোনটি ভুয়ো কল (Fake Calls)। জেনে নিন এই বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্যগুলি।
আরও পড়ুন: শীতের আগেই ঠোঁটের যত্নে নিন সময়ে, ফাটা ও শুষ্ক ঠোঁটের সমস্যা এড়াতে সহজ টিপস
সরকার ব্যাংকিং, ইন্সুরেন্স ও আর্থিক লেনদেন সংক্রান্ত ক্ষেত্রে ১৬০ নম্বর সিরিজ জারি করেছে। এর ফলে, ১৬০ নম্বর দিয়ে শুরু হওয়া যে কোন ফোন এলে আপনি ব্যাংকিং কিংবা আর্থিক লেনদেন পরিষেবা সংক্রান্ত বিষয় ফোন পেতে পারেন। আর এই নম্বর বাদে অন্য কোন নম্বর দিয়ে ফোন এলে সেটি ভুয়ো (Fake) বলে বিবেচিত হবে।
একইভাবে এসএমএস বোঝার জন্য বেশ কিছু কোড মাথায় রাখতে হবে। ফোনে পাঠানো মেসেজের শেষে যদি ‘-‘ এমন চিহ্ন থাকে, এরপর S, G কিংবা P লেখা থাকে, তাহলে তা সঠিক হয়। কিন্তু অন্য নম্বর থেকে মেসেজ আসলে বুঝে নিতে হবে সেটি সম্ভবত ভুয়ো হতে পারে।
জেনে নিন এই কোর্ডগুলোর অর্থ কী?
S – ব্যাংকিং সার্ভিস, লেনদেন, টেলিকম পরিষেবা সংক্রান্ত পরিষেবা সংক্রান্ত মেসেজগুলি ‘S’ দিয়ে শেষ হয়।
G – সরকারি যোজনা, সরকারের তরফে পাঠানো অ্যালার্টের ক্ষেত্রে মেসেজের শেষে G অর্থাৎ গভরমেন্ট অপশন রয়েছে।
P – হোয়াইটলিস্ট করে দেওয়া সংস্থার প্রমোশনাল মেসেজের শেষে P অর্থাৎ প্রমোশন অপশন দেখাবে (Fake Calls)।