বাংলা হান্ট ডেস্ক: সময় বদলেছে, বদলেছে অর্থ লেনদেনের ধরনও। আর সেই বদলের অন্যতম মুখ হল ভারতের (India) ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (UPI Payments)। দেশীয় সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজের দাপট ছড়িয়ে দিয়েছে এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। ফ্রান্স, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) এবং কাতারের মতো দেশগুলিতে ইতিমধ্যেই ইউপিআই চালু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল জাপানও।
এবার বিদেশেও চলবে ভারতের (India) ইউপিআই
১৪ অক্টোবর, মঙ্গলবার ভারতের (India) এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPL) জাপানের অন্যতম বৃহৎ পেমেন্ট সংস্থা NTT DATA-র সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে এখন থেকে ভারতীয় পর্যটকরা জাপানে ভ্রমণকালে স্থানীয় দোকান বা পরিষেবার জন্য ইউপিআই (UPI Payments)অ্যাপ ব্যবহার করে সহজেই কিউআর কোড স্ক্যান করে টাকা দিতে পারবেন। অর্থাৎ, নগদ মুদ্রা বা আন্তর্জাতিক কার্ড ব্যবহারের ঝামেলা ছাড়াই ভারতীয় পর্যটকেরা এখন ইউপিআইয়ের মাধ্যমে সহজে পেমেন্ট সারতে পারবেন।
আরও পড়ুন: মায়ের কাছ থেকে পাওয়া উপহারেই বদলে গেল জীবন! ২ কোটি টাকার সফল ব্যবসার মালিক ফারুক
জানা গিয়েছে, জাপানের বৃহত্তম কার্ড পেমেন্ট নেটওয়ার্ক ‘CAFIS’ পরিচালনা করে NTT DATA। ফলে CAFIS-এর অধীনে থাকা সমস্ত মার্চেন্ট বা ব্যবসায়ীর কাছেই এখন ইউপিআই ব্যবহার করে লেনদেন করা সম্ভব হবে। এটি ভারতীয় (India) ভ্রমণকারীদের জন্য এক বিরাট স্বস্তির খবর ।পর্যটন দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অগস্ট মাসের মধ্যে জাপান সফর করেছেন ২ লক্ষ ৮ হাজারেরও বেশি ভারতীয় পর্যটক। এই সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে ইউপিআই (UPI Payments) পরিষেবা চালু হওয়ায় সেই সমস্ত পর্যটকদের কেনাকাটা ও দৈনন্দিন খরচের ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষরের পর এনপিসিআই ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রীতেশ শুক্লা বলেন, “বিশ্বজুড়ে ইউপিআই-কে (UPI Payments) অন্যতম নিরাপদ ও বিশ্বাসযোগ্য পেমেন্ট ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা আমরা চালাচ্ছি, এই উদ্যোগ তারই এক বড় পদক্ষেপ।” অন্যদিকে, NTT DATA-র পক্ষ থেকেও জানানো হয়েছে, এই উদ্যোগ শুধু ভারতীয় (India) পর্যটকদেরই নয়, বরং জাপানি ব্যবসায়ীদেরও নতুন সুযোগ এনে দেবে। এতে বিক্রির পরিধি বাড়বে, এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য পেমেন্ট অভিজ্ঞতা হবে আরও সহজ।
আরও পড়ুন:দীপাবলির পরেই সফর শুরু হাইড্রোজেন ট্রেনের! কোন রুটে হবে চলাচল? মিলল আপডেট
ভারতের (India) এই ডিজিটাল বিপ্লব এখন বিশ্বব্যাপী এক অনন্য উদাহরণ। ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পের অংশ হিসেবে তৈরি ইউপিআই আজ আন্তর্জাতিক মঞ্চে ভারতের এক শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে। একাধিক দেশ ইতিমধ্যেই ভারতের সঙ্গে চুক্তি করে তাদের দেশে ইউপিআই (UPI Payments)চালু করেছে। জাপানের সঙ্গে এই নতুন পদক্ষেপ সেই ধারাকেই আরও শক্তিশালী করল।
বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরের মধ্যে ইউপিআই (UPI Payments) শুধু ভারতীয় (India) নাগরিকদের নয়, বিশ্বের কোটি কোটি মানুষের প্রতিদিনের আর্থিক জীবনের অংশ হয়ে উঠবে। ভারতের প্রযুক্তি-নির্ভর এই সাফল্য এখন বিশ্ব অর্থনীতির নতুন অধ্যায় রচনার পথে।