বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করেছে। বঙ্গে প্রবেশ করছে উত্তর ও উত্তর-পশ্চিমের শীতল বাতাস। তবে এরই মধ্যে ফের একবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। কলকাতা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? জেনে নিন সম্পূর্ণ আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস | South Bengal Weather
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। এছাড়া উপকূলের জেলাগুলিতে বাতাস বইবে।
আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমী বাতাস ও দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজতে পারে। রাজ্যে, ইতিমধ্যেই উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়া ঢুকতে শুরু করেছে। তাপমাত্রা নামছে ধীরে ধীরে।
আপাতত দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ডিসেম্বরের আগে কলকাতায় শীতের সম্ভাবনা কম। অর্থাৎ শীতপ্রেমীদের জন্য এখনই কোনও ভালো খবর শোনাতে পারে নি হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাতাসে এখনও জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় তাপমাত্রা খুব দ্রুত নামছে না। রাজ্যে আপাতত পরিষ্কার আকাশ থাকবে। কখনও কোনও এলাকায় কিছুক্ষণের জন্য আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: দীপাবলির পরেই সফর শুরু হাইড্রোজেন ট্রেনের! কোন রুটে হবে চলাচল? মিলল আপডেট
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। ভোর ও রাতের দিকে শিরশিরানি হবে। অক্টোবরের শেষ দিক থেকে শীত পড়ার সম্ভাবনা উত্তরে।