ধনতেরসের আগেই সোনার দাম বৃদ্ধি, ১০ গ্ৰামের গহনা কিনতে কত খরচ হবে?

Published on:

Published on:

Gold Price increase in the market during the festive season know today price

বাংলা হান্ট ডেস্ক: আর কয়েকটা দিন, তার পর আসছে ধনতেরাস ও দীপাবলি। এই সময় বহু মানুষ সোনার গহনা কেনেন। তবে বর্তমানে সোনার দাম (Gold Price) যেই ভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে সোনার গহনা কেনা স্বপ্ন সমান হয়ে দাঁড়িয়েছে। এবার এই ঊর্ধ্বমুখী সোনার দামের মধ্যে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে আজকের প্রাইস দেখে নিন।

উৎসব মরশুমে সোনার বাজারে দাম বৃদ্ধি, জানুন আজকের প্রাইস (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার (Gold) দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানুন আজকের রেট (Gold Price)।

Gold Price increase in the market during the festive season know today price

আরও পড়ুন: মাত্র ১৫ মিনিটে বানান স্বাদে পারফেক্ট আটার হালুয়া, রইল সহজ রেসিপি

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১২২১০টাকা (+৩৩৫)। বৃহস্পতিবার ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২২১০০টাকা (+৩৩৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৮৪৫ টাকা (+৩৫০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৮৪৫০টাকা (+৩৫০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৭৮০টাকা (+৩৫০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৭৮০০টাকা (+৩৫০০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। বৃহস্পতিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৮৩৪৫(+৪৯০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৮৩৪৫০(+৪৯০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৮৩৩৫ টাকা (+৪৯০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৮৩৩৫০টাকা (+৪৯০০)।

বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে ভবিষ্যতেও সোনা (Gold) ও রুপোর (Silver) দাম ওঠানামা করতে থাকবে।