‘অযোগ্য’-শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের পথে SSC, কবে? কতজনের নাম রয়েছে?

Published on:

Published on:

ssc recruitment (2)

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC Recruitment)। ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। তবে অযোগ্যদের তালিকা না দিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করায় প্রশ্ন উঠতে শুরু করেছিল। এ বার জানা যাচ্ছে ভাইফোঁটার পরই শিক্ষাকর্মীদের ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

উৎসব মিটলেই ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ | SSC Recruitment

‘অযোগ্য’ শিক্ষকদের পর এ বার শিক্ষাকর্মীদের ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করবে এসএসসি। সূত্রের স্কুল শিক্ষা দফতর খবর, ২০১৬-র বাতিল প্যানেলে প্রায় ৩৫০০ গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী ‘অযোগ্য’ ছিলেন। এসএসসি তরফে দেওয়া নিয়োগের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, দাগিরা কোনওভাবেই এই পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন না।

শিক্ষা দফতর সূত্রে আরও খবর, গ্রুপ-সি ও গ্রুপ-ডি বিভাগের জন্য ‘অযোগ্য’দের পৃথক তালিকা প্রকাশ করা হবে। জানা গিয়েছে ইতিমধ্যেই ‘অযোগ্য’দের তালিকা তৈরির প্রস্তুতিও শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ‘অযোগ্য’দের তালিকা দিয়ে দিলে শিক্ষাকর্মী নিয়োগে আর কোনও সমস্যা হওয়ার কথা নেই বলেই মনে করা হচ্ছে।

SSC recruitment

শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত কমিশনের বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়ে? জেনে নিন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮। জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণ বিভাগের প্রার্থীদের আবেদনের জন্য দিতে হবে ৪০০ টাকা। তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাবে সক্ষম ক্যাটাগরির প্রার্থীদের ১৫০ টাকা করে দিতে হবে আবেদনের জন্য।

আরও পড়ুন: হোর্ডিং থেকে কোটি কোটি টাকা আয়, তবু পুরসভার ভাগ শূন্য! খোদ TMC কাউন্সিলরের প্রশ্নে অস্বস্তিতে মেয়র ফিরহাদ

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ C, গ্রুপ D-র কর্মীদের। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। দাগি নন, এমন শিক্ষকদের চাকরিতে বহাল থাকলেও শিক্ষাকর্মীরা একেবারেই পথে বসেছেন। এবার শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নিতে চলেছে এসএসসি।