দুর্গাপুজোর মতো এবার কালীপুজোতেও হবে কার্নিভাল? বৈঠকে বিশেষ বার্তা দিলেন নগরপাল মনোজ বর্মা

Published on:

Published on:

Kolkata Plans Carnival Style Kali Puja 2025 Amid Safety and Utility Discussions

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুলিশ ও শহরের পুজো উদ্যোক্তারা বুধবার সন্ধ্যায় ধনধান্য স্টেডিয়ামে কালীপুজো (Kali Puja 2025) নিয়ে সমন্বয় বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল মনোজ ভর্মা, পুরসভা, দমকল ও অন্যান্য বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা। বৈঠকের মূল আলোচ্য ছিল, কালীপুজোর অনুষ্ঠান কীভাবে দুর্গাপুজোর মতো সুষ্ঠু এবং আকর্ষণীয়ভাবে আয়োজন করা যায়।

২ হাজার ৮০০টি কালীপুজোকে (Kali Puja 2025) অনুমোদন

সূত্রের খবর, চলতি বছর কলকাতার প্রশাসন মোট ২ হাজার ৮০০টি কালীপুজোকে (Kali Puja 2025) অনুমোদন দিয়েছে। এই সমন্বয় বৈঠকে পুজো উদ্যোক্তারা নগরপালের কাছে একগুচ্ছ দাবি পেশ করেন। পুজো উদ্যোক্তা আশিস রায় বলেন, “কলকাতা পুলিশের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। নগরপালও উপস্থিত ছিলেন। আমরা জানিয়েছি, দুর্গাপুজোর ক্ষেত্রে যদি অনুদান পাওয়া যায়, কার্নিভাল করা যায় বা বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া যায়, তাহলে আমাদের ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য হওয়া উচিত। আশা করি, এই বিষয়ে নগরপাল সিদ্ধান্ত নেবেন।”

কালীপুজোয় ফানুস বিক্রিতে নিষেধাজ্ঞা

নগরপাল মনোজ ভর্মা পুজো (Kali Puja 2025) কমিটিগুলিকে সতর্ক করে জানান, “গ্রিন বাজিতে ছাড় রয়েছে, কিন্তু প্রশাসন যেসব বাজিকে নিষিদ্ধ করেছে, সেগুলি কোনোভাবেই বিক্রি বা কেনা যাবে না। ফানুসও নিষিদ্ধ বাজির তালিকাভুক্ত। ২০১৯ সালের দমকল দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি থানাকে বলা হয়েছে ফানুস বিক্রি বা কেনার ঘটনা দেখলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।”

তিনি আরও বলেন, “কলকাতার আবাসনগুলিতে, বিশেষ করে বহুতলে, নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা নিশ্চিত করে বাজি ফাটানো উচিত। শহরবাসীর কাছে অনুরোধ, সবার নিরাপত্তা বজায় রাখুন।”

Kolkata Plans Carnival Style Kali Puja 2025 Amid Safety and Utility Discussions

আরও পড়ুনঃ রাজ্যে ফের সক্রিয় ED, নজরে বালি পাচার চক্র, একাধিক জায়গায় চলছে ম্যারাথন তল্লাশি

প্রতিবছরের মতোই কলকাতা পুলিশ এবারও কালী পুজোর (Kali Puja 2025) বিসর্জনের জন্য নির্দিষ্ট সময় বেঁধেছে। নগরপালের মতে, আগামী ২১, ২২ ও ২৩ অক্টোবর কালী প্রতিমা বিসর্জনের দিন। প্রতিমা নিরঞ্জনের সময় শব্দদূষণ রোধে ডিজে ব্যবহার নিষিদ্ধ থাকবে। এইবারের কালীপুজো উদযাপন যেন দুর্গাপুজোর মতো আনন্দময় ও নিরাপদ হয়, সেই লক্ষ্যে সকল প্রশাসনিক পদক্ষেপ ও সতর্কতা ইতিমধ্যেই নেওয়া হয়েছে।