বাংলাহান্ট ডেস্ক: প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতীয় সেনার রাত্রীকালীন সক্ষমতা বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে। ৭.৬২×৫১ মিমি এসআইজি ৭১৭ রাইফেলের জন্য উন্নত মানের ‘নাইট সাইটস’ (Night Sights Rifles) বা ‘পেচকচক্ষু’ কিনতে ৬৫৯.৪৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আধুনিক এই নাইট সাইটসের মাধ্যমে রাতেও দূরের লক্ষ্যে নিখুঁত আঘাত সম্ভব—প্রকল্প অনুযায়ী সর্বোচ্চ ৫০০ মিটার পর্যন্ত নির্ভুলতা বজায় রাখা যাবে, এমনকি অমাবস্যার অন্ধকারেও।
ভারতীয় জওয়ানদের হাতে এবার নতুন নাইট সাইটস (Night Sights Rifles)
প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে মেসার্স এমকেইউ লিমিটেডকে লিড মেম্বার করে গঠিত একটি কনসোর্টিয়ামের সঙ্গে, যার অপর সদস্য মেসার্স মেডবিট টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। মন্ত্রকের বিবরণে বলা হয়, নতুন নাইট সাইটস (Night Sights Rifles) বর্তমানে সেনাবাহিনীর ব্যবহৃত সাইটগুলোর তুলনায় অনেক বেশি সক্ষমতা সম্পন্ন। রাত্রিকালীন অপারেশন, সীমান্ত-রক্ষণাবেক্ষণ ও জঙ্গি-বিরোধী অভিযানে এটি নির্ণায়ক ভূমিকা পালন করবে।
আরও পড়ুন:পাহাড়প্রেমীদের জন্য শীতে লাভা ও লোলেগাঁও ভ্রমণ এক স্বপ্নের মতো, পরিবার নিয়ে ঘুরে আসুন
এতদ্বারা মিলিত যে সুবিধাসমূহ মিলবে, তার মধ্যে রয়েছে উন্নত থার্মাল ও লোগারিদমিক অপটিক্স, দ্রুত নিশান নিয়ন্ত্রণ ও প্রি-কনফিগারড টার্গেটিং মোড—যা অন্ধকারে লক্ষ্য শনাক্ত ও ধ্বংসকে আরও কার্যকর করবে। এছাড়া এই ঝাঁজালো উপকরণ ব্যবহার করে সেনা বাহিনী কম সময়ে কম ঝুঁকিতে ফলপ্রসূ অভিযানের সক্ষম হবে। এ চুক্তি আত্মনির্ভর ভারতের লক্ষ্যের সঙ্গে মানানসই—এসআইজি ৭১৭ রাইফেলের (Night Sights Rifles) প্রায় ৫১ শতাংশেরও বেশি অংশ স্থানীয়ভাবে উৎপাদিত সামরিক সরঞ্জামে তৈরি হচ্ছে। দেশীয় ম্যানুফ্যাকচারিং ক্ষমতা বাড়ানো এবং বিদেশি নির্ভরতা কমানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
প্রসঙ্গত, সীমান্তে উত্তেজনা বাড়ার মধ্যে সাম্প্রতিক সময় সেনা-নেতারা কঠোর সাবধান হলো। পশ্চিমাঞ্চলীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল মনোজকুমার কাটিয়ার জানিয়েছেন, “ভারতীয় সেনার সঙ্গে লড়াই করার ক্ষমতা পাকিস্তানের নেই, কিন্তু পহেলগাঁও হামলার মতো ঘটনা পুনরায় ঘটতে পারে।” তিনি আরও বলেন, ভারত ‘অপারেশন সিঁদুর ২.০’-র জন্য প্রস্তুত রয়েছে এবং এবারের অপারেশন আরও শক্তিশালী হবে—এসব প্রতিক্রিয়ার প্রেক্ষিতে নতুন রাতে কার্যকর অস্ত্র ও সাইটস (Night Sights Rifles) সংযোজন বিশেষ গুরুত্ব পেয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুজোর মতো এবার কালীপুজোতেও হবে কার্নিভাল? বৈঠকে বিশেষ বার্তা দিলেন নগরপাল মনোজ বর্মা
নতুন ‘পেচকচক্ষু’ (Night Sights Rifles) বিভিন্ন অভিযানে লঘু-শব্দে, কম ইমিশনে এবং উচ্চ নির্ভুলতায় রাত্রীকালীন সক্ষমতা বাড়বে—যা অভ্যন্তরীণ সুরক্ষা ও সীমান্ত রণনীতিতে একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী পদক্ষেপ বলে মূল্যায়িত হচ্ছে।