বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই ফুট ওভারব্রিজে অতিরিক্ত ভিড়ের জেরে বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল বর্ধমান স্টেশনে। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় বহু মানুষ গুরুতর আহত হয়েছিলেন। সেই থেকে শিক্ষা নিয়েই এবার নড়েচড়ে বসল রেলওয়ে কর্তৃপক্ষ (Indian Railways)। কী কী বদল এসেছে লোকাল ট্রেন এবং স্টেশনে?
বর্ধমান স্টেশনে নতুন নিয়মে চালু করল ভারতীয় রেলওয়ে (Indian Railways)
পূ্র্ব রেলের তরফে বিভিন্ন রুটের জন্য ট্রেনের প্ল্যাটফর্ম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবার থেকে প্রতিদিন নির্দিষ্ট রুটের জন্য ঠিক করা প্ল্যাটফর্মগুলিতেই এসে দাঁড়াবে ট্রেন। পাশাপাশি ট্রেনে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। রেল (Indian Railways) সূত্রে খবর, বর্ধমান-হাওড়া মেন লাইনের লোকাল ট্রেন আসবে ৩ নম্বর প্ল্যাটফর্মে। বর্ধমান-হাওড়া কর্ড লাইনে লোকাল ট্রেন আসবে ৪ নম্বরে, বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাটের লোকাল ট্রেন (Indian Railways) আসবে ৬ এবং ৭ নম্বর প্ল্যাটফর্মে। আর বর্ধমান-কাটোয়া লোকাল আসবে ৮ নম্বর প্ল্যাটফর্মে।
আর কী নিয়ম আনা হয়েছে: বিভিন্ন রুটের ট্রেনের জন্য যেমন বিভিন্ন প্ল্যাটফর্ম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তেমনি আবার স্টেশনে যাত্রীদের চলাচলের ক্ষেত্রে ফুটব্রিজও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রেলের (Indian Railways) তরফে। স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করতেই মূলত এই ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে। কিন্তু নতুন ব্যবস্থায় যাত্রীরা কী বলছেন?
আরও পড়ুন : হোর্ডিং থেকে কোটি কোটি টাকা আয়, তবু পুরসভার ভাগ শূন্য! খোদ TMC কাউন্সিলরের প্রশ্নে অস্বস্তিতে মেয়র ফিরহাদ
কী বলছেন যাত্রীরা: রেলওয়ে (Indian Railways) কর্তৃপক্ষ উদ্যোগী হলেও এই নতুন ব্যবস্থায় আদৌ খুশি নন যাত্রীরা। কারণ তাদের অনেকেরই অভিযোগ, দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেই তৎপর হতে দেখা যায় রেলওয়ে কর্তৃপক্ষকে (Indian Railways)। কিছুদিন পর আবার যে কে সেই। ফুট ওভারব্রিজের স্বাস্থ্য নিয়েও অভিযোগ এনেছেন যাত্রীরা। অনেকের অভিযোগ, ফুট ওভারব্রিজের পরিকাঠামো যথাযথ নয়। সিঁড়িগুলি একে সংকীর্ণ। উপরন্তু চলন্ত সিঁড়িতে সকলে অভ্যস্ত নন। এর জেরে ঘটতে পারে দুর্ঘটনা।
আরও পড়ুন : রাজ্যে ফের সক্রিয় ED, নজরে বালি পাচার চক্র, একাধিক জায়গায় চলছে ম্যারাথন তল্লাশি
যদিও রেলের তরফে এক আধিকারিক জানান, আপাতত পরীক্ষামূলক ভাবে এই নিয়মগুলি চালু করা হয়েছে। যাত্রী চলাচলের পরিস্থিতি বিবেচনা করেই স্টেশনের বিভিন্ন জায়গায় নোটিশ বোর্ড সাঁটিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, কিছুদিন আগেই রবিবার বড়সড় দুর্ঘটনা ঘটে যায় বর্ধমান স্টেশনে। ট্রেন ধরার জন্য যাত্রীদের মধ্যে তাড়াহুড়ো পড়ে যাওয়ায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। অন্তত ১০ জন আহতও হন এই ঘটনায়।