দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সতর্কতা! দীপাবলির আগে কোন জেলার কেমন অবস্থা থাকবে জানুন

Updated on:

Updated on:

South Bengal Weather again Rain warning these districts should be alert

বাংলা হান্ট ডেস্ক: ভোরের শুষ্ক আবহাওয়া ও ভোর এবং রাতের দিকে হালকা ঠান্ডা সব মিলিয়ে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গের। তবুও এই সবের মাঝে কোনভাবেই যেন পিছন ছাড়তে নারাজ বৃষ্টি। শীতের আগমনের মধ্যেই ফের আরও একবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। হাওয়া অফিসের তরফ থেকে সপ্তাহান্তের শেষে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন।

দীপাবলির আগে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সতর্কতা (South Bengal Weather)

চলতি বছরে কোনভাবেই যেন বৃষ্টি পিছন ছাড়ছে না বাংলার। তার ওপর সামনেই দীপাবলি ও কালীপুজোর উৎসব। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, উইকেন্ডে ফের ভোল বদল হতে চলেছে আবহাওয়ার। যার ফলে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আবারও বৃষ্টির পূর্বাভাস।

South Bengal Weather again Rain warning these districts should be alert

আরও পড়ুন: কালীপুজোর ভোজে চমক আনুন ফুলকপির দোরমায়, স্বাদে হার মানাবে ননভেজকেও, রইল রেসিপি

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে ৬ জেলাতে মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি রয়েছে বজ্রপাতের আশঙ্কা। বজ্রপাতের আশঙ্কার পাশাপাশি রয়েছে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস।

এই বিষয়ে হাওয়া অফিসে তরফ থেকে আরও জানানো হয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal) উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সাথে রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। এছাড়া উপকূলের জেলাগুলিতে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে (South Bengal Weather)।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal)  পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এ চলতি সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে (North Bengal Weather)। এছাড়াও উত্তরবঙ্গের বাঁকি জেলাগুলিতে সেইভাবে বৃষ্টির পূর্বাভাস নেই‌। অর্থাৎ মোটের ওপরে শুষ্কই থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। তবে চলতি মাসের শেষের দিকে উত্তরবঙ্গের (North Bengal) শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে ভোরের দিকে ও রাতের দিকে তাপমাত্রা বেশ উত্তরবঙ্গে কম থাকছে (North Bengal Weather)।