মাত্র ৬ মাসেই মিলেছে ৬২ শতাংশের রিটার্ন! ডিফেন্স সেক্টরের এই কোম্পানির স্টকে রকেটের গতি

Published on:

Published on:

The company's stocks are rising sharply in the share market.

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে অপারেশন সিঁদুরের পর থেকে, প্রতিরক্ষা কোম্পানির শেয়ারের (Share Market) দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ঠিক সেইরকমই একটি ডিফেন্স স্টক হল MTAR টেকনোলজিস। বিশেষজ্ঞরা এই কোম্পানির শেয়ারে আরও লাভের আশা করছেন। এই প্রতিরক্ষা কোম্পানিটি গত ৬ মাসে অবস্থানগত বিনিয়োগকারীদের ৬২ শতাংশ রিটার্ন প্রদান করেছে। এই বছর এখনও পর্যন্ত এই শেয়ার ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শেয়ার বাজারে (Share Market) রকেটের গতি এই স্টকে:

বিশেষজ্ঞদের মতামত: বিজনেস স্ট্যান্ডার্ডের এক রিপোর্ট অনুসারে, অ্যাক্সিস ডাইরেক্ট অনুমান করে যে শর্ট টার্মে এই শেয়ারে (Share Market) ৩৬ শতাংশ বৃদ্ধি ঘটতে পারে। ব্রোকারেজ হাউসটি ২,১৫৫ টাকা থেকে ২,৩৮০ টাকা পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা ৩৬ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দেয়।

The company's stocks are rising sharply in the share market.

৫২ সপ্তাহের সর্বোচ্চে পৌঁছে যায় এই শেয়ার: জানিয়ে রাখি যে, শুক্রবার, BSE-তে এই কোম্পানির শেয়ারের (Share Market) দাম ২,১৯৯ টাকার স্তরে ওপেন হয়। তবে, গতিশীলতা অর্জনের পর, শেয়ারটি আর পিছনে ফিরে তাকায়নি। MTAR টেকনোলজিসের শেয়ারের দাম শুক্রবার ইন্ট্রাডে সর্বোচ্চ ২,৩১৯.২০ টাকায় পৌঁছে যায়।

আরও পড়ুন: ইতিহাসে এই প্রথম! ভারতের গোল্ড রিজার্ভ অতিক্রম করল ১০০ বিলিয়ন ডলারের গণ্ডি, কী জানাল RBI?

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটি এই কোম্পানির ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রতিরক্ষা কোম্পানির শেয়ারে (Share Market) ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য হল ১,১৫২ টাকা। এই সংস্থার মার্কেট ক্যাপ হল ৬,৯৬২.৫৯ কোটি টাকা। ইতিমধ্যেই ব্রোকারেজ হাউস তাদের রিপোর্টে জানিয়েছে যে, ১,৮১৫ টাকা থেকে ১,৬৯৫ টাকার মধ্যে এই শেয়ারটি কেনা লাভজনক হবে। এদিকে, ১৬১০ টাকা থেকে ১৪০০ টাকা পর্যন্ত সাপোর্ট জোন থাকবে।

আরও পড়ুন: দীপাবলির আগেই বড় পদক্ষেপ PNB-র! স্বস্তি পাবেন লক্ষ লক্ষ গ্রাহক, কমতে চলেছে এই চার্জ

কোম্পানিটি ৬৭ কোটি টাকার একটি চুক্তি পেয়েছে: জানিয়ে রাখি যে, MTAR টেকনোলজিস গত ১৫ অক্টোবর এক্সচেঞ্জগুলিকে জানিয়েছে যে তারা তাদের এক বিনিয়োগকারীর (Share Market) কাছ থেকে ৬৭.১৬ কোটি টাকার একটি চুক্তি পেয়েছে। এই ওয়ার্ক অর্ডার সম্পন্ন করার জন্য কোম্পানিটিকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, এক্ষেত্রে বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।