আজ থেকে ফের ঝড়-বৃষ্টির ডবল ডোজ দক্ষিণবঙ্গে! কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

Published on:

Published on:

Possibility of disasters in South Bengal Weather from

বাংলা হান্ট ডেস্ক: প্রচুর ভুগিয়ে অবশেষে বিদায় নিয়েছে বর্ষা। তবে বর্ষা গেলেও বৃষ্টি যাওয়ার নাম নেই। বঙ্গবাসীর পিছু ছাড়ছে না বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে, আজ থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাও ভিজবে? কি বলছে আবহাওয়া দপ্তর? জেনে নিন সম্পূর্ণ আপডেট।

দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি শুরু | South Bengal Weather

শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে, উত্তর ভারত থেকে আসা শুষ্ক অপেক্ষাকৃত শীতল হাওয়ার সঙ্গে দক্ষিণ অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আসা উষ্ণ এবং জলীয় বাষ্পপূর্ণ হওয়ার সংঘাতে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

আজ কোন কোন জেলা ভিজবে?

আবহাওয়া দপ্তর বলছে, কালীপুজোর আগে আজ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায়। এছাড়া বাকি কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। এরপর রবিবার বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে।

এই সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে অন্যান্য জেলাগুলিতেও। কলকাতাতেও খুব সামান্য বৃষ্টির পূর্বাভাস। এছাড়া বজ্রপাতের আশঙ্কাও রয়েছে কিছু কিছু জেলায়। উপকূলের জেলাগুলিতে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।

Possibility of disasters in South Bengal Weather from Friday 10th October 2025

আরও পড়ুন: গুগল এবং ইউটিউব থেকে শেখেন অভিনব দক্ষতা! এখন বাড়িতে বসেই বিপুল আয় করছেন নীনা

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আজ উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে এই সব জেলার কিছু অংশে। এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির সেভাবে পূর্বাভাস নেই। ভোর ও রাতের দিকে কুয়াশার প্রভাব থাকতে পারে।