উল্টে যাবে সব হিসেব? একসঙ্গে SSC-র ৩৭টি মামলার শুনানি সুপ্রিম কোর্টে, সামনে বিরাট আপডেট

Published on:

Published on:

ssc case(1)

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি ইস্যুতে ধীরে ধীরে জট খুলছে। ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। গ্ৰুপ সি, গ্ৰুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। এরই মধ্যে বড় খবর সামনে আসছে। আগামী ২৯শে অক্টোবর, ২০২৫, সুপ্রিম কোর্টে এক ‘মেগা শুনানি’ অনুষ্ঠিত হতে চলেছে। সূত্রের খবর, সেই দিন এসএসসি (SSC Case) সংক্রান্ত মোট ৩৭টি মামলা একসঙ্গে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।

সুপ্রিম কোর্টে এসএসসির ৩৭ মামলা | SSC Case

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধির বেঞ্চে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত মোট ৩৭টি মামলার শুনানি হবে। এর মধ্যে মূল মামলাটি হল ‘বিবেক পারিয়া অ্যান্ড ওরস বনাম পশ্চিমবঙ্গ সরকার’ (Bivek Parihar & Ors. vs. State of West Bengal)। এই মূল মামলাটির সঙ্গেই আরও ৩৬টি মামলাকে ট্যাগ করা হয়েছে।

উল্লেখ্য, মূল মামলাটি সেই সমস্ত ‘আনটেনটেড’ (untented) প্রার্থীদের সঙ্গে সম্পর্কিত, যাদের আদালত চলতি বছর ৩১শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকার এবং নতুন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দিয়েছিল। এই মামলাগুলির কেন্দ্রবিন্দুতে রয়েছে উচ্চ প্রাথমিকে(শারীরিক শিক্ষা বাদে) শিক্ষক নিয়োগের যোগ্যতার বিষয়টি।

পূর্বের ২০১৬ সালের নিয়ম অনুযায়ী, গ্র্যাজুয়েশন বা পোস্ট-গ্র্যাজুয়েশনে ৪৫% নম্বর থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারতেন। কিন্তু পরবর্তীকালে, এসএসসি নিয়ম পরিবর্তন করে ন্যূনতম ৫০% নম্বর বাধ্যতামূলক করে। আগে এই মূল মামলার সূত্রে পূর্বে একটি অন্তর্বর্তীকালীন আদেশে আদালত জানিয়েছিল, ২০১৬-র নিয়মে আবেদনকারী ৪৫ শতাংশ নম্বর থাকলেই প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

আরও পড়ুন: দিওয়ালিতেই ধামাকা! সরকারি কর্মীদের খুশি করে বড় ঘোষণা, জারি হল নির্দেশিকা

আদালত বলেছিল, এই প্রার্থীদের ওপর নতুন করে ৫০ শতাংশ নম্বরের শর্ত জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। পরবর্তীকালে এর প্রেক্ষাতেই একাধিক মামলা দায়ের হয় আদালতে। যার মধ্যে অধিকাংশই দায়ের হয় পূর্ববর্তী আদেশের “মডিফিকেশন” অথবা “ক্লারিফিকেশন” চেয়ে। এছাড়াও আরও একাধিক মামলা যুক্ত হয়। এবারে সেই সমস্ত মামলার একসঙ্গে শুনানি হতে চলেছে আগামী ২৯ তারিখ।

Supreme Court

উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলাগুলির শুনানি। পুরনো আদেশই কি বহাল থাকবে শীর্ষ আদালতে? নাকি কোনো পরিবর্তন আসবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ২৯ তারিখ। হাজার হাজার চাকরিপ্রার্থীর ভাগ্য নির্ভর করছে এর উপর।