বাংলা হান্ট ডেস্কঃ পুজো উদ্বোধণে বেরিয়ে একের পর এক বিক্ষোভের মুখে শুভেন্দু (Suvendu Adhikari)। রবিবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির সাতঘরা এলাকায় কালী পুজোর উদ্বোধন ও রক্তদান শিবিরে আসার পথে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা। মথুরাপুর থানার দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের (Trinamool Congress) মহিলাকর্মীরা বিজেপি নেতাকে দেখে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন।
সাত সাতটি জায়গায় বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন | Suvendu Adhikari
এরপর সেখান থেকে সাতঘরা এলাকার কালীপুজোর উদ্বোধনে চলে যান শুভেন্দু। সাতঘরা থেকে পাথরপ্রতিমার উদ্দেশ্যে বের হয়ে ফের খোটির বাজার এলাকায় বিক্ষোভের সম্মুখীন হন শুভেন্দু। যেখানে রাজনীতির কোনও প্রশ্ন নেই, পুজো উদ্বোধনে গিয়ে কেন বিক্ষোভের মুখোমুখি হতে হবে এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন শুভেন্দু।
বিরোধী দলনেতা বলেন, ‘আজ দক্ষিণ ২৪ পরগনা জেলায় আমাকে অবৈধ বাংলাদেশি মুসলমানরা বারংবার আক্রমণ করে, অন্তত সাতটি স্থানে আমাকে হামলার সম্মুখীন হতে হয়েছে। বারংবার আমার গাড়ি থামানোর চেষ্টা করা হয়, এবং লালপুর মাদ্রাসার সামনে সংঘটিত আক্রমণের ঘটনাও ঘটে।”
শুভেন্দুর স্পষ্ট অভিযোগ, “এই পরিকল্পিত হামলার নেতৃত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য রেখা গাজি, সেখানকার এসপি কোটেশ্বর রাও এর সহযোগীতায়। ” বিরোধী দলনেতার কথায়, “কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নয়, আমি স্রেফ একজন হিন্দু হিসেবে কালীপুজো ও দীপাবলি উৎসবে যোগ দিতে যাচ্ছিলাম।”
SIR- এর প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “এই অঞ্চলটি বাংলাদেশের নিকটবর্তী হওয়ায় তৃণমূলের মদতে এইসব অনুপ্রবেশকারীরা অবৈধ ভাবে এখানে বাস করছে। এরা আসলে অবৈধ অনুপ্রবেশকারী এবং নির্বাচন কমিশনের “SIR” প্রক্রিয়া নিয়ে এরা আতঙ্কিত, তাই এরা আতঙ্কগ্রস্ত হয়ে এভাবেই ক্ষোভের বহিঃপ্রকাশ করছে।”
একইসাথে তৃণমূলের বিক্ষোভ দমে না গিয়ে বিরোধী দলনেতার হুঙ্কার, “পরিস্থিতি এখন এমন যে পশ্চিমবঙ্গের একজন হিন্দু এই সব অনুপ্রবেশকারী মৌলবাদীদের দৌরাত্ম উপেক্ষা করে নিজের ধর্মীয় অনুষ্ঠানে স্বাধীনভাবে অংশ নিতেও পারবে না। আমাকে এভাবে ভয় দেখিয়ে আটকানো যাবে না। জগদ্ধাত্রী পুজোর সময় আমি আবার এই এলাকায় আসব।”
আরও পড়ুন: শীত ঢোকার মুখে ফের বৃষ্টি, কোন কোন জেলায় জারি সতর্কতা? জানুন আবহাওয়ার আগাম খবর
মূলত মাদ্রাসার সামনে শুভেন্দু অধিকারীর কনভয়কে লক্ষ্য করে হামলা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন দফায় দফায় সাত সাতটি জায়গায় বিরোধী দলনেতাকে বিক্ষোভ-হামলার অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে খোঁজ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।