শীত ঢোকার মুখে ফের বৃষ্টি, কোন কোন জেলায় জারি সতর্কতা? জানুন আবহাওয়ার আগাম খবর

Published on:

Published on:

South Bengal Weather Update during Diwali 2025

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে রাজ্যে প্রবেশ করছে শীত। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ক্রমেই বাড়ছে শীতের আমেজ। তবে শীতের শুরুতেই ফের বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কালীপুজো এবং ভাইফোঁটার দিনেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় নামতে পারে বৃষ্টি।

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলার বৃষ্টির আশঙ্কা

আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে বলা হয়েছে, রবিবার অর্থাৎ আজ থেকেই উপকূলবর্তী জেলাগুলোতে আকাশ থাকবে মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস দেওয়া হয়েছে।

কালীপুজো থেকে ভাইফোঁটা অব্দি কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত অর্থাৎ কালীপুজো ও ভাইফোঁটার দিনগুলিতে রাজ্যের অধিকাংশ স্থানে আকাশ পরিষ্কার থাকবে। তবে সোমবার সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনভর রৌদ্রোজ্জ্বল ও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ এবং আগামীকাল হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, সকালবেলায় হালকা কুয়াশা দেখা যেতে পারে। পাহাড়ে শীতের আমেজ ইতিমধ্যেই তীব্র হচ্ছে, ফলে আগামী সপ্তাহ থেকে আরও ঠান্ডা পড়বে বলে আশঙ্কা আবহবিদদের।

South Bengal Weather Update during Diwali 2025

আরও পড়ুনঃ ৩ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত! বাধ্যতামূলক টেট রায়ের বিরুদ্ধে NCTE-র হস্তক্ষেপ চাইল WBPTTA

আবহাওয়া দপ্তরের অনুমান, এবারের বৃষ্টির পর থেকেই শীত ধীরে ধীরে জাঁকিয়ে বসবে রাজ্যজুড়ে (South Bengal Weather)। ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২২ ডিগ্রির ঘরে। আগামী সপ্তাহে পারদ আরও নিচে নামতে পারে বলেই মনে করছে হাওয়া অফিস। অর্থাৎ, কালীপুজোর পরই রাজ্যে শুরু হবে প্রকৃত শীতের আমেজ।