বাংলা হান্ট ডেস্কঃ আজ কালীপুজো। আজ থেকে টানা ছুটি (Government Holiday) পাবেন বাংলার সরকারি কর্মীরা। সেপ্টেম্বর মাসেও পুজোর কারণে টানা ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা। এবার কালীপুজো উপলক্ষে ছুটি পড়ে গেল। ফের কবে খুলবে স্কুল-কলেজ, অফিস-কাছারি? জেনে নিন।
কতদিন ছুটি মিলবে? লিস্ট দেখে নিন (Government Holiday)
অক্টোবর মাসের শুরুই হয়েছে পুজো দিয়ে। পয়লা অক্টোবর ছিল মহানবমী। তারপর দুর্গাপুজো কাটিয়ে লক্ষ্মীপুজোতেও ছুটি মিলেছে। এবার কালীপুজো উপলক্ষে ২০ তারিখ থেকে ছুটি থাকছে। সোমবার কালীপুজোর ছুটি। তারপর ২১ অক্টোবর মঙ্গলবার ও ২২ অক্টোবর বুধবারেও কালীপুজোর জন্য অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার।
আগামী ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভ্রাতৃদ্বিতীয়ার ছুটি। ঠিক তার পরের দিন অর্থাৎ শুক্রবার ভ্রাতৃদ্বিতীয়ার অতিরিক্ত ছুটি মিলবে। কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে প্রায় এক সপ্তাহের মতো ছুটি মিলবে। আবার আগামী ২৭ অক্টোবর সোমবার ছট পুজোর ছুটি রয়েছে। তার পরের দিন অর্থাৎ ২৮ অক্টোবর ছট পুজোর জন্য অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার।
এখানেই শেষ নয়, এছাড়াও শনি ও রবিবার সাপ্তাহিক ছুটির দিন তো থাকছেই। সব মিলিয়ে সেপ্টেম্বর মাসের মতো অক্টোবর মাসও রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির মাস। হাতেগোনা মাত্র কয়েকটা দিনই অফিসে যেতে হবে। বাকি সময়টায় পর পর ছুটি থাকছে।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষায় বড় সিদ্ধান্ত! সন্তানের পরীক্ষা থাকলে দায়িত্বে নিষেধাজ্ঞা ডিআই-এসআইদের উপর
এদিকে চলতি মাসে একাধিক দিন ব্যাঙ্কও বন্ধ থাকবে। আরবিআই ক্যালেন্ডারে ব্যাঙ্ক ছুটির তথ্য অনুযায়ী ২১ অক্টোবর প্রায় সমগ্র দেশে দীপাবলি এবং গোবর্ধন পূজার জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ২৭ অক্টোবর, পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডে ছটের জন্য ব্যাঙ্ক ছুটি থাকছে। এছাড়াও শনিবার রবিবারগুলো তো রয়েইছে।