“পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছিল INS বিক্রান্ত”, নৌবাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন মোদীর

Published on:

Published on:

Modi celebrates Diwali along with India.

বাংলাহান্ট ডেস্ক: ভারতের (India) সশস্ত্র বাহিনীর কর্মীদের সঙ্গে দীপাবলি পালন করার ঐতিহ্য বজায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বছরও সেই প্রথা রক্ষা করলেন। সোমবার তিনি ভারতীয় নৌবাহিনীর সাহসী জওয়ানদের সঙ্গে আলোর উৎসব উদযাপন করলেন আইএনএস বিক্রান্তে। দীপাবলির সকালে প্রধানমন্ত্রী গোয়া ও কারওয়ার উপকূলের কাছে অবস্থিত এই বিশাল যুদ্ধজাহাজে পৌঁছন। ভারতীয় নৌবাহিনীর সদস্যদের সঙ্গে উৎসবের মুহূর্ত ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারতীয় নৌবাহিনীর সাহসী সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পারা আমার জীবনের এক স্মরণীয় সৌভাগ্য।”

নৌবাহিনীর (India) জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রীর:

দেশের (India) জওয়ানদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকেও দীপাবলির শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আজ একদিকে আমার সামনে অসীম দিগন্ত, অসীম আকাশ, আর অন্যদিকে এই দৈত্যাকার যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত, যা ভারতের অসীম শক্তির প্রতীক। সমুদ্রের জলের উপর সূর্যের আলোর প্রতিফলন যেন আমাদের সৈন্যদের জ্বালানো দীপাবলির প্রদীপের মতো, যা সাহস, আত্মবিশ্বাস এবং উৎসর্গের প্রতিচ্ছবি।”

আরও পড়ুন:সরকারের ১০০০০ টাকা ‘উপহারের’ সিদ্ধান্তে খুশি নন, এবার নয়া দাবি নিয়ে শুরু বিক্ষোভ

তিনি তাঁর বক্তৃতায় ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গও তোলেন এবং এর সাফল্যের জন্য ভারতীয় (India) সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, “নৌবাহিনী, বিমানবাহিনী এবং স্থলসেনার মধ্যে যে নিখুঁত সমন্বয় গড়ে উঠেছিল, তা পাকিস্তানকে দ্রুত আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। সেই ঐক্য ও সাহস আজও দেশের প্রতিটি নাগরিকের অনুপ্রেরণা।”

মোদী আরও বলেন, “দেশের (India) সীমান্তে যারা নিরন্তর সতর্ক দায়িত্ব পালন করছেন, তাদের জন্যই আমরা শান্তিতে দীপাবলি উদযাপন করতে পারি। তাই এই পবিত্র দিনে আমি তাঁদের সঙ্গে থাকতে চেয়েছি, কারণ প্রকৃত আলোর উৎসব তো তাঁরাই উদযাপন করেন, যারা অন্ধকারের মধ্যেও দেশের সুরক্ষার আলো জ্বালিয়ে রাখেন।”

Modi celebrates Diwali along with India.

আরও পড়ুন:ঘরেই বানান পটল পাতুরি, সামান্য কিছু উপকরণ দিয়ে জানুন রেসিপি

আইএনএস বিক্রান্তে কাটানো অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “গতকাল রাতে এখানে কাটানো সময় ভাষায় প্রকাশ করা কঠিন। আমি প্রত্যক্ষ করেছি আপনাদের মধ্যে যে অদম্য শক্তি, উদ্দীপনা ও দেশের (India) প্রতি যে ভালবাসা আছে, তা সত্যিই অনন্য। যখন আপনাদের দেশাত্মবোধক গান শুনলাম, অপারেশন সিঁদুরের গল্প শুনলাম, তখন মনে হল, রণক্ষেত্রে দাঁড়িয়ে যে অনুভূতি একজন সৈনিকের হয়, তা কোনো শব্দই সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না।”

প্রধানমন্ত্রী মোদীর এই সফর শুধু একটি উৎসব উদযাপন নয়, বরং দেশের সশস্ত্র বাহিনীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও সংহতির প্রতীক। দীর্ঘদিন ধরেই দীপাবলির দিন তিনি দেশের সেনা, নৌ এবং বায়ুসেনার জওয়ানদের সঙ্গে সময় কাটান। তাঁর এই উদ্যোগকে অনেকেই এক নতুন ধারা হিসেবে দেখছেন, যা শুধু রাজনৈতিক নয়, মানবিকতারও এক অনন্য উদাহরণ। এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী আবারও তুলে ধরলেন যে দেশের প্রকৃত শক্তি সীমান্তে দাঁড়িয়ে থাকা সেই সব রক্ষক, যাঁদের ত্যাগ ও সাহসের জন্যই ভারত (India) আজ গর্বে দীপাবলির আলোয় আলোকিত।