বাংলা হান্ট ডেস্কঃ একই দিনে সাত সাতটি জায়গায় বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ-হামলার অভিযোগ। রবিবার পুজো উদ্বোধনে বেরিয়ে একের পর এক বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই নিয়েই উত্তপ্ত রাজ্য-রাজনীতি। যেখানে রাজনীতির কোনও প্রশ্ন নেই, হিন্দুদের পুজো উদ্বোধনে গিয়ে কেন বিক্ষোভের মুখোমুখি হতে হবে এই নিয়ে গতকালই ক্ষোভপ্রকাশ করেছিলেন শুভেন্দু। এবার নিজের ওপর ‘হামলাকারীদের’ পরিচয় সামনে আনলেন বিজেপি নেতা।
‘হামলা’ প্রসঙ্গে কি বললেন শুভেন্দু? Suvendu Adhikari
এদিন এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, “গতকাল, অর্থাৎ ১৯ অক্টোবর ২০২৫ তারিখে, দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার আওতাধীন এলাকায় আমার পূর্ব নির্ধারিত হিন্দু ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচি তথা কালীপুজো ও দীপাবলি উৎসবে যোগ দিতে যাওয়ার সময়, একাধিক স্থানে দুষ্কৃতিকারীরা আমাকে আক্রমণ করে।” শুভেন্দুর দাবি, কাশীনগর, কুলতলি, খুটিবাজার, রায়দিঘি, নবদোকান, কৃষ্ণচন্দ্রপুর এই সকল এলাকাগুলিতে এই অতর্কিত আক্রমণ সংগঠিত করা হয়।
বিরোধী দলনেতার কথায়, “আমার সফরের বিস্তারিত সূচি আগে থেকেই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছিল, যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। কিন্তু পুলিশ শুধুমাত্র সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাই নয়, বরং দুষ্কৃতীদের জমায়েতে সাহায্যও করেছে।”
বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, “গতকালের ঘটনা কোনো আকস্মিক গুন্ডামির ঘটনা নয়; এটি শাসক দল তৃণমূল কংগ্রেসের এক মরিয়া ষড়যন্ত্র, যেখানে তারা বেআইনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উসকানি দিয়ে বিরোধী দলের উপর হামলা চালানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে।”
আরও পড়ুন: নিম্নচাপে ফের বৃষ্টি রাজ্যে! আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া? এক ক্লিকে জানুন
নিজের ওপর হামলার ঘটনায় হাইকোর্টের নির্দেশের কথা মনে করিয়ে, প্রশাসনের ব্যর্থতার বিষয় তুলে ধরে শুভেন্দু অধিকারী আরও বলেন, “মহামান্য কলকাতা হাইকোর্ট (WPA 1097/2021) অর্ডারের মাধ্যমে রাজ্য সরকারকে আমার নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। পূর্ববর্তী (১১.০৮.২০২১ ও ১৬.০৮.২০২১) তারিখের আদেশ অনুযায়ীও সুরক্ষা প্রদানের নির্দেশ ছিল, কিন্তু সেই নির্দেশগুলিকেও অমান্য করা হয়েছে। এই নিরাপত্তা ব্যর্থতার সম্পূর্ণ দায় পুলিশ প্রশাসনের।”
এর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, শুভেন্দুবাবু মোট ১৫ জন অভিযুক্তের নামও সামনে এনেছেন। এরাই গতকালের হামলায় সক্রিয় ভূমিকা নিয়েছিল বলে অভিযোগ তার।
অভিযুক্তদের তালিকা দেখুন: https://x.com/SuvenduWB/status/1980196068412551519?t=efuTmgZoUFa1ED027CBfkA&s=09
দোষীদের বিরুদ্ধে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সেই লক্ষ্যে ইতিমধ্যেই তার আইনজীবী সংশ্লিষ্ট থানাগুলিতে একাধিক এফআইআর দায়ের করেছেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা।