বাংলা হান্ট ডেস্ক: আমেরিকার প্রখ্যাত দাবা গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নারোডিটস্কি (Daniel Naroditsky) গত সোমবার মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। নারোডিটস্কি তাঁর দুর্দান্ত খেলার পাশাপাশি কমেন্ট্রির জন্য বিখ্যাত ছিলেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নারোডিটস্কি দাবা জগতের একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি মাত্র ১৮ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হন এবং সম্প্রতি US ন্যাশনাল ব্লিটজ চ্যাম্পিয়নশিপেও জয়ী হয়েছিলেন।
ড্যানিয়েল নারোডিটস্কির (Daniel Naroditsky) মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়া জগৎ:
ইতিমধ্যেই শার্লট দাবা কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে যে, “গভীর দুঃখের সঙ্গে আমরা ড্যানিয়েল নারোডিটস্কির (Daniel Naroditsky) অপ্রত্যাশিত মৃত্যুর সংবাদ ঘোষণা করছি। ড্যানিয়েল ছিলেন একজন প্রতিভাবান দাবাড়ু, শিক্ষক এবং দাবা কমিউনিটির প্রিয় সদস্য। তিনি একজন স্নেহশীল পুত্র, ভাই এবং বিশ্বস্ত বন্ধুও ছিলেন। আসুন আমরা ড্যানিয়েলের দাবার প্রতি তাঁর আগ্রহ এবং আমাদের সকলের জন্য তিনি যে অনুপ্রেরণা বয়ে এনেছিলেন তা স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানাই।”
GM Daniel Naroditsky passed away. He was a talented chess player, commentator, and educator. FIDE extends its deepest condolences to Daniel’s family and loved ones. pic.twitter.com/uxoccDbnHW
— International Chess Federation (@FIDE_chess) October 20, 2025
এদিকে, ভারতের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ লিখেছেন, “গ্র্যান্ড মাস্টার ড্যানিয়েল নারোডিটস্কির
(Daniel Naroditsky) মৃত্যুতে আমি সত্যিই মর্মাহত। একজন অসাধারণ দাবা কমেন্টেটর এবং শিক্ষক। একজন প্রকৃত এবং দয়ালু মানুষ। তাঁর জীবন অনেক তাড়াতাড়ি চলে গেল। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সমগ্র দাবা জগৎ তাঁকে মিস করবে।”
Really shocked at the passing away of GM. Daniel Naroditsky. An excellent chess commentator and educator . A genuinely nice person. A life gone too soon. My deepest condolences to his family. The chess world will miss his presence.
— Viswanathan Anand (@vishy64theking) October 21, 2025
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ড্যানিয়েল নারোডিটস্কির (Daniel Naroditsky) মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। পরিবারের সদস্যরাও কোনও তথ্য ভাগ করেননি। তাঁর বাবা ভ্লাদিমির ইউক্রেনের বাসিন্দা ছিলেন। আর মা লেনা আজারবাইজানের বাসিন্দা। ড্যানিয়েল মাত্র ৬ বছর বয়সে তাঁর বাবার কাছ থেকে দাবা শেখা শুরু করেন। তিনি নিউ ইয়র্ক টাইমসের জন্য একটি কলামও লিখতেন।
আরও পড়ুন: প্রতি মাসে আর নয় রিচার্জের টেনশন! BSNL-এর এই সস্তার প্ল্যানে মিলছে ৩৬৫ দিনের ভ্যালিডিটি
উল্লেখ্য যে, ১৯৯৫ সালে জন্মগ্রহণকারী ড্যানিয়েল নারোডিটস্কি (Daniel Naroditsky) আমেরিকান দাবার অন্যতম সম্ভাবনাময় প্রতিভা ছিলেন। তিনি ২০০৭ সালের FIDE বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১২ বিভাগে গোল্ড মেডেল জিতেছিলেন এবং মাত্র ১৭ বছর বয়সে ২০১৩ সালের মার্কিন জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছিলেন। ওই একই বছর ১৮ বছর বয়সে তিনি গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন এবং ২০১৭ সালে সর্বোচ্চ ২,৬৪৭ রেটিং অর্জন করেন। ড্যানিয়েল নারোডিটস্কি ৫ টি মার্কিন চ্যাম্পিয়নশিপে আমেরিকার প্রতিনিধিত্বও করেছিলেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি তাঁর প্রথম বই “মাস্টারিং পজিশনাল চেস” প্রকাশ করেন।












