বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকে মেঘলা আকাশ, কোথাও কোথাও আবার রোদ ঝলমলে আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ ফের দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে। হলেও বিক্ষিপ্তভাবে সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোন কোন জেলা ভিজতে পারে? দেখে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরের উত্তর ভাগে তৈরি হওয়া একটি চক্রাকার বায়ুপ্রবাহের কারণে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন। আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবেই এমন বলা যায়না। ৬০ থেকে ৭০ শতাংশ সম্ভাবনা। তবে নাও হতে পারে।
মোটের উপর আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার ভাইফোঁটা। সেই দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও। আজ দক্ষিণ ২৪ পরগনার উপকূল অঞ্চলে কিছু এলাকায় বজ্রঝড়ের সম্ভাবনা। দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৫ অক্টোবর থেকে। শনিবার উপকূলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি। ঝড়-বৃষ্টির পালা কেটে গেলে আগামী সপ্তাহ থেকে শীতের আমেজ ফিরতে পারে দক্ষিণবঙ্গে।
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে ভোর ও রাতের দিকে ঠান্ডা ভাব বাড়ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি, এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ ও দুই দিনাজপুরে কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। ভাইফোঁটাতেও শুকনো থাকবে আবহাওয়া। শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে আপাতত।