বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে সময় ক্রেডিট কার্ড অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে ভারতে। মূলত দুই ধরনের ক্রেডিট কার্ড বিভিন্ন ব্যাংক অফার করে থাকে। একটি সিকিওর, অন্যটি ইনসিকিওর। মূলত যাদের ক্রেডিট স্কোর ভালো ও সংগতিপূর্ণ আয় রয়েছে তাদের ইনসিকিওর ক্রেডিট কার্ড অফার করা হয়ে থাকে।
তবে সেই অর্থে যাদের ক্রেডিট স্কোর নেই তারাও কিন্তু ক্রেডিট কার্ড পেতে পারেন। এক্ষেত্রে আপনার ব্যাংকে একটি ফিক্সড ডিপোজিট থাকতে হবে। এই ফিক্সড ডিপোজিটের প্রেক্ষিতে আপনাকে ক্রেডিট কার্ড অফার করবে ব্যাংক। আজ আমরা মূলত আলোচনা করছি সিকিওর বা এফডি-ব্যাকড ক্রেডিট কার্ডের ব্যাপারে। এই ধরনের ক্রেডিট কার্ডে রয়েছে একাধিক সুবিধা।
আরোও পড়ুন : ‘আল্লাহ দয়া করো …’ ডিভোর্সের পর ফের ভাঙল মন! সানিয়ার পোস্ট দেখে চোখে জল নেটিজেনদের
এছাড়াও খুব সহজেই এফডি-ব্যাকড ক্রেডিট কার্ড পেতে পারেন গ্রাহক। শুধুমাত্র ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাকলেই আপনারা এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। আপনার মাসিক আয়ের প্রয়োজন হবে না এই ধরনের ক্রেডিট কার্ডের জন্য। এছাড়াও ক্রেডিট স্কোরের দরকার পড়ে না এফডি-ব্যাকড ক্রেডিট কার্ডের জন্য।
পাশাপাশি এই ধরনের ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনারা সহজেই নিজেদের ক্রেডিট স্কোর বৃদ্ধি করতে পারেন। ক্রেডিট স্কোর বৃদ্ধি পেলে পরবর্তীকালে ইনসিকিউর ক্রেডিট কার্ড পাওয়ার পথ আরো প্রশস্ত হয়। FD-ব্যাকড ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এছাড়া বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। এই ধরনের কার্ড ব্যবহার করলে ব্যাংকের তরফ থেকে বিভিন্ন ডিসকাউন্ট ও রিওয়ার্ড পয়েন্ট অফার করা হয়।