কালীপুজোর ২ দিনের মাথাতেই তারাপীঠ থেকে উদ্ধার প্রচুর অস্ত্র, গ্রেপ্তার ২

Published on:

Published on:

Gun Racket Busted in Tarapith Days After Kali Puja 2025

বাংলা হান্ট ডেস্কঃ কালীপুজোর ২ দিন যেতেই চাঞ্চল্যকর ঘটনা তারাপীঠে (Tarapith)! বৃহস্পতিবার গভীর রাতে বীরভূমের তারাপীঠের এক হোটেল থেকে দুই সন্দেহভাজন অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি সেমি-অটোমেটিক পিস্তল ও চারটি ম্যাগাজিন। এখনও উৎসবমুখর ভিড় রয়েছে তারাপীঠে, এমন পরিস্থিতিতে এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

গোপন সূত্রে অভিযান চালিয়ে তারাপীঠ (Tarapith) হোটেল থেকেই গ্রেপ্তার দুই দুষ্কৃতী

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বেঙ্গল এসটিএফ হানা দেয় বীরচন্দ্রপুর রোডের কাছে একটি হোটেলে। সেখান থেকেই অভয় কুমার শর্মা ও মিনারুল শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভয় মুঙ্গেরের বাসিন্দা, আর মিনারুল বীরভূমের মল্লারপুরের। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া দু’টি পিস্তলের ম্যাগাজিন ইতিমধ্যেই লোড করা ছিল। আরও দুইটি অতিরিক্ত ম্যাগাজিনও পাওয়া গিয়েছে। তদন্তকারীরা মনে করছেন, আগ্নেয়াস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল।

প্রসঙ্গত, কালীপুজো শেষ হয়েছে মাত্র দু’দিন আগে। এখনও হাজার হাজার ভক্তের সমাগম তারাপীঠে (Tarapith)। এই সময়ে এমন অস্ত্র উদ্ধারের ঘটনায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। বেঙ্গল এসটিএফ-এর আধিকারিকরা ধৃতদের জেরা করে জানতে চেষ্টা করছেন যে এরা কার নির্দেশে অস্ত্র নিয়ে এসেছিল, কার সঙ্গে যোগাযোগ ছিল, এবং পরবর্তীতে এই অস্ত্র দিয়ে কী করার পরিকল্পনা ছিল।

Gun Racket Busted in Tarapith Days After Kali Puja 2025

আরও পড়ুনঃ ৪৮ জোড়া স্পেশাল ট্রেন চালু, ৪০৩৩ কোটি বরাদ্দ, ছটপুজো উপলক্ষে বড় ঘোষণা রেলের

তারাপীঠ (Tarapith) থানায় ইতিমধ্যেই অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে ধৃতদের নামে। ধৃতদের পিছনে কোনও বড় আন্তঃরাজ্য পাচারচক্র রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। যদিও কোনও দুর্ঘটনা ঘটে নি, তবুও এই অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা।