দুর্ঘটনা থেকেই শিক্ষা, ভিড় নিয়ন্ত্রণে উৎসবের মরশুমে ১২ হাজার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দেশের অন্যতম বৃহৎ গণপরিবহন মাধ্যম ভারতীয় রেলওয়ে (Indian Railways)। সর্বস্তরের মানুষের সাধ্যের মধ্যে দ্রুত গন্তব্য স্থলে পৌঁছে দেওয়ার রেলই অনেকের কাছে পছন্দসই পরিবহন মাধ্যম। আর সেই কারণেই লোকাল থেকে দূরপাল্লার ট্রেনগুলিতে লাফিয়ে বাড়ছে ভিড়। বিশেষ করে উৎসবের সময়ে ট্রেনগুলিতে (Indian Railways) তিল ধারণের জায়গা থাকে না। এদিকে অতিরিক্ত ভিড়ের জন্য দুর্ঘটনাও ঘটতে দেখা গিয়েছে একাধিক বার। এমতাবস্থায় ভিড় নিয়ন্ত্রণ করতে ‘ওয়ার রুম’এ আরও জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল।

যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ ভারতীয় রেলের (Indian Railways)

বৃহস্পতিবার রেল ভবনে ওয়ার রুমে গিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখান থেকেই তিনি বলেন, দেশে তিনটি স্তরে ওয়ার রুম তৈরি করা হয়েছে। ডিভিশনাল, জোনাল এবং শীর্ষে রেলওয়ে বোর্ড (Indian Railways) স্তরে। এছাড়াও যে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বেশি থাকে, সেইসব স্টেশনগুলিতে একটি মিনি কন্ট্রোল রুমও তৈরি করা হয়েছে।

Indian railways is running special train for festive season

দুর্ঘটনা রুখতে বিশেষ ব্যবস্থা: মূলত হঠাৎ করে বিপুল জনস্রোত চলে এলেই ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হয়ে দাঁড়ায়। হঠাৎ তৈরি হওয়া জনস্রোতের জেরে দুর্ঘটনা ঘটতে দেখা গিয়েছে। সেসব দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার উৎসবের মরশুমে ভিড় নিয়ন্ত্রণ করতে বড় উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। রেলমন্ত্রী এদিন বলেন, হঠাৎ করে একটা বিপুল জনস্রোত যাতে স্টেশনে ঢুকতে না পারে বা কোনও নির্দিষ্ট প্ল্যাটফর্মের দিকে যেতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন : বয়স মোটে কয়েক মাস, মায়ের কোলে বসে প্রথমবার কবীরকে ভাইফোঁটা দিল ছোট্ট কাব্য

চালানো হবে অতিরিক্ত ট্রেন: স্টেশন নির্বিশেষে সিস্টেমেটিক ভাবে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে যাওয়ার পথ তৈরি করা হয়েছে, যাতে হঠাৎ করে এক জায়গায় প্রচুর ভিড় জমে না যায়। ওয়ার রুম থেকে বিষয়গুলির উপরে নজরদারি চালানো হচ্ছে। এছাড়া অতিরিক্ত ট্রেনের (Indian Railways) ঘোষণাও হয়েছে উৎসবের সময়।

আরও পড়ুন : শান্তিপুরের ঐতিহ্য, বামাকালীর নাচ দেখে অভিভূত শাহরুখের টিম, কেকেআরের পোস্টে ঝড় নেটপাড়ায়

কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান, আগামী চারদিন অতিরিক্ত ১৫০০ টি ট্রেন চালানো হবে। এছাড়াও প্রতিদিন আরও ৩০০ টি বিশেষ ট্রেন চালানো হচ্ছে। অক্টোবরের প্রথম থেকে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ৬১ দিন দেশ জুড়ে ১২ হাজারেরও বেশি ট্রেন চালানোর পরিকল্পনা করেছে ভারতীয় রেল।