বাংলা হান্ট ডেস্কঃ প্রতি ঘণ্টায় বিভিন্ন স্টেশনে কত অসংরক্ষিত শ্রেণির টিকিট বুকিং হচ্ছে, এবার তার হিসেব চাইল রেলমন্ত্রক (Indian Railways)। লক্ষ্য একটাই, গত ফেব্রুয়ারি মাসে নিউদিল্লি স্টেশনের মতো পরিস্থিতি যেন আর কোথাও সৃষ্টি না হয়। ছটপুজো উপলক্ষে বাড়ি ফেরার জন্য যাত্রী ভিড় মাত্রাছাড়া হতেই এবার আরও সতর্ক অবস্থায় নিল রেল বোর্ড।
উৎসবকালীন পরিস্থিতির উপর করা নজরদারি রেল বোর্ডের (Indian Railways)
সূত্রের খবর, শুধুমাত্র কন্ট্রোল রুম খোলাই নয়, প্রয়োজনে মিনি কন্ট্রোল রুমও খুলেও পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। রেলের জোন এবং ডিভিশনগুলিকে এই পরামর্শ দিয়েছে রেল মন্ত্রক। আগামী মাসে বিহারে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ছট পুজোকে হাতিয়ার বানাতে চাইছে মোদি সরকার বলে মনে করছে রাজনীতি মহল।
ছটপুজো উপলক্ষে প্রধানত বিহারবাসীর জন্য স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করতে কোমর বেঁধেছে রেল (Indian Railways)। উৎসবের মরশুমে যে হাজার হাজার স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে, তার একটি বড় অংশই চলছে বিহার অভিমুখে। এই পরিস্থিতিতে প্রতি ঘণ্টায় অসংরক্ষিত শ্রেণির টিকিট বুকিংয়ের হিসেব জানতে চাওয়ার বিষয়টিকে তাই উল্লেখযোগ্য মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ বুথ সংস্কারে কমিশনের হস্তক্ষেপ, কেন সরে গেল ম্যাকিনটোস বার্ন? তুঙ্গে রাজ্য-কমিশন দ্বন্দ্ব!
পাশাপাশি, রেল বোর্ড (Indian Railways) শুক্রবার জানিয়েছে, ছটপুজো শেষে কর্মস্থলে ফেরার জন্য আলাদা করে ৬ হাজারের বেশি স্পেশাল ট্রেন চালানো হবে। এর মধ্যে পরবর্তী তিনদিনের মধ্যে চালানো হবে ৯০০টি স্পেশাল ট্রেন। এই ব্যবস্থার মাধ্যমে রেলমন্ত্রক চেষ্টা করছে উৎসবকালীন যাত্রীদের জন্য যাত্রা নিরাপদ ও স্বচ্ছ রাখতে।













