“আমাকে দল থেকে বের করে দিন!” ভোটের মুখে ‘বেলাগাম’ হুমায়ুন কবির, চাপে শাসক দল

Published on:

Published on:

Humayun Kabir Stirs Political Storm in Bharatpur Ahead of 2026 Elections

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের নির্বাচনের আগে দলের ভিতরে অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে। সূত্রের খবর, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে (Humayun Kabir) নিয়ে ফের বৈঠকে বসতে চলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। জানা গিয়েছে, এই বৈঠকের আগে কমিটির সদস্যরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসবেন। জানা যাচ্ছে, বৈঠকটি আগামী সপ্তাহে হতে পারে।

আগামী সপ্তাহে হুমায়ুনকে (Humayun Kabir) নিয়ে বৈঠক তৃণমূলের

এদিকে শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে শোভনদেব চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বৈঠকটি আগামী সপ্তাহের যে কোনওদিন অনুষ্ঠিত হতে পারে বলে খবর।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে জেলা সভাপতি অপূর্ব সরকার থেকে শাখা সংগঠনের সভাপতিদের কার্যত নাম ধরে তোপ দেগে চলেছেন হুমায়ুন (Humayun Kabir)। গোটা জেলায় যাঁরা বিভিন্ন রাজনৈতিক পদে রয়েছেন, তাঁরা আগে কোথায় ছিলেন, কীভাবে পদপ্রাপ্তি পেয়েছেন, সবকিছু সামনে নিয়ে তাঁদের ছবি দেওয়ালে টাঙানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরপর কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আমাকে দল থেকে বের করে দেওয়া হোক। আমি বেরিয়ে যেতে চাইছি। তারপর আমি বোঝাবো এই জেলার রাজনীতি কাকে বলে!”

কিন্তু গল্প এখানেই শেষ নয়। হুমায়ুন (Humayun Kabir) সাফ জানিয়েছেন, অপূর্বই ইডিকে দিয়ে গ্রেপ্তার করিয়েছেন জীবনকৃষ্ণ সাহাকে। তিনি অকপটভাবে জানান, “আমার কাছে তথ্য আছে, ঠিক সময়ে দেব। জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহাকে প্রভাবিত করে এই জেলা সভাপতি কীভাবে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করিয়েছে, তা ঠিক সময়ে তথ্য দিয়ে বলব।

Humayun Kabir Stirs Political Storm in Bharatpur Ahead of 2026 Elections

আরও পড়ুনঃ ছটপুজোর যাত্রা নিরাপদ রাখতে রেলের কড়া নজরদারি, প্রতি ঘণ্টার অসংরক্ষিত টিকিট বুকিং নিয়ন্ত্রণে রেলমন্ত্রক

উল্লেখ্য, শুধু অপূর্ব নয়, বহরপুরের সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন হুমায়ুন (Humayun Kabir)। ভোটের আগে দলের ভেতরের এই দ্বন্দ্বে চাপে পড়েছে তৃণমূল। রাজনৈতিক মহলে এই বিষয় নিয়ে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে।