বাংলাহান্ট ডেস্ক : আবারও চর্চায় সলমন খান (Salman Khan)। ভাইজানের এক মন্তব্য ঘিরে সম্প্রতি ক্ষোভ ছড়িয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানে। বালোচিস্তানকে ভিন্ন স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করায় সলমনের উপরে নাকি ক্ষেপেছে পাকিস্তান। সেদেশে নাকি অভিনেতাকে ‘সন্ত্রাসবাদী’ বলে আখ্যা দেওয়া হয়েছে বলে গুঞ্জন।
সলমনের (Salman Khan) মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক
সম্প্রতি সৌদি আরবের রিয়াধে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সলমন (Salman Khan)। সেখানে ভারতীয় ছবি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন এক মন্তব্য করেন যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সলমন (Salman Khan) বলেন, একটি হিন্দি ছবি সৌদি আরবে মুক্তি পেলে যেমন ভালো ব্যবসা করবে, তেমনই তামিল, তেলুগু, মালয়ালম সহ যে কোনও ভাষার ছবিই এখানে মুক্তি পেলে ভালো ব্যবসা করবে।

কী বলেছেন ভাইজান: এরপরেই অভিনেতা বলেন, এখানে আফগানিস্তান, পাকিস্তান, বালোচিস্তানের মতো বিভিন্ন দেশ থেকে মানুষ এসে কাজ করছে, সফলও হচ্ছে। সলমনের (Salman Khan) এই মন্তব্য নিয়েই বিতর্কের সূত্রপাত। পাকিস্তানের একটি প্রদেশ হওয়া সত্ত্বেও বালোচিস্তানের নাম অন্যান্য স্বাধীন দেশের সঙ্গে উল্লেখ করায় সলমনের উপরে ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান।
আরও পড়ুন : SIR নিয়ে কোনও প্রশিক্ষণই নেই নতুন আধিকারিকদের! রাজ্যের ‘চালে’ মাথায় হাত নির্বাচন কমিশনের
ঠিক কী ঘটেছে: গুঞ্জন ছড়িয়েছে, পাকিস্তানে নাকি নিষিদ্ধ করা হয়েছে সলমনকে (Salman Khan)। পাশাপাশি পাক সরকার নাকি তাঁকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়েছে বলেও গুঞ্জন ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমনই খবরে ছয়লাপ। কিন্তু সত্যিই কি এমন ঘটনা ঘটেছে? পাকিস্তান সরকার কি বাস্তবিকই ভাইজানকে নিষিদ্ধ করেছে?
আরও পড়ুন : টিকিট বুকিংয়ে নতুন আপডেট, বন্দে ভারতে চড়তে গেলে এবার গুনতে হবে অতিরিক্ত টাকা! ক্ষুব্ধ যাত্রীরা
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় এমন খবর ছড়িয়ে পড়লেও পাক সরকারের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। পাক সংবাদ মাধ্যমের তরফেও এই খবরে কোনও শিলমোহর দেওয়া হয়নি। জানা যাচ্ছে, ১৬ অক্টোবর হঠাৎ নাসির আজিম নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়ান বলে জানা যাচ্ছে। সলমনের তরফেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি এখনও।













