বিহার ও বাংলা, দুই রাজ্যে ভোটার তালিকায় নাম PK-র, বিপাকে ২১-এ তৃণমূলের জয়ের ‘অন্যতম কারিগর’

Published on:

Published on:

Prashant Kishor faces controversy over dual voter registration in Bengal and Bihar

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনী কৌশলী থেকে রাজনীতিক হয়ে ওঠা প্রশান্ত কিশোর (Prashant Kishor) আবারও ফের বিতর্কের কেন্দ্রে। জানা গিয়েছে, তাঁর নাম একসঙ্গে দুই রাজ্যের ভোটার তালিকায় রয়েছে, পশ্চিমবঙ্গ ও বিহারে। এই খবর প্রকাশ্যে আসতেই ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ঠিকানা?

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে ১২১, কালীঘাট রোড, যা আসলে তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়। এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন। তাঁর ভোটকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে বি. রানি শঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুল।

বিহারেও ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের নাম

অন্যদিকে, বিহারের রোহতাস জেলার কারগাহার বিধানসভা কেন্দ্রের অধীনে সাসারাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় ভোটার হিসেবে নথিভুক্ত রয়েছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তাঁর ভোটকেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, কোনার, যা তাঁর পৈতৃক গ্রাম।

তবে এই দুই রাজ্যে একসঙ্গে নাম থাকার বিষয় প্রকাশ্যে আসায় প্রশান্ত কিশোর (Prashant Kishor) নিজে এই নিয়ে কোনও মন্তব্য করেননি। তাঁর টিমের এক সদস্য জানিয়েছেন, “বঙ্গের ভোট শেষ হওয়ার পরই তিনি বিহারে ভোটার হন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে।” তবে সেই আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

আইনের চোখে গুরুতর অপরাধ

জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ধারা ১৭ অনুযায়ী, কোনও ব্যক্তি একাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম রাখতে পারেন না। ধারা ১৮-তেও বলা হয়েছে, একই কেন্দ্রের ভোটার তালিকায় একাধিকবার নাম তোলা আইনবিরুদ্ধ। তবে কেউ বাসস্থান পরিবর্তন করলে ফর্ম ৮ পূরণ করে নতুন ঠিকানায় নাম স্থানান্তর করা যায়।

নির্বাচন কমিশনের মতে, দেশে একাধিক স্থানে নাম থাকা নতুন কিছু নয়। এ কারণেই কমিশন বিশেষ নিবিড় সংশোধন Special Intensive Revision অর্থাৎ SIR প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপ বিহারে ইতিমধ্যেই শুরু হয়েছে। কমিশনের রিপোর্ট অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর প্রকাশিত বিহারের ভোটার তালিকায় ৬৮.৬৬ লক্ষ নাম বাদ পড়েছে, যার মধ্যে প্রায় ৭ লক্ষ ভোটারের নাম একাধিক স্থানে ছিল।

Prashant Kishor faces controversy over dual voter registration in Bengal and Bihar

আরও পড়ুনঃ ১২ রাজ্যে একসঙ্গে শুরু SIR, বাংলার জন্য আসছে বিশেষ গাইডলাইন! বুধে ফের বৈঠক

কলকাতার ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও মুখ্যমন্ত্রীর ভাশুরের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায় বলেছেন, “১২১, কালীঘাট রোড আমাদের দলীয় কার্যালয়। প্রশান্ত কিশোর তখন এখানে কাজ করতেন ও প্রায়ই থাকতেন। তিনি এখান থেকে ভোটার হিসেবে নাম তুলেছেন কি না, তা আমি জানি না।” অন্যদিকে, সিপিএমের ভবানীপুর-২ এলাকার সম্পাদক বিশ্বজিৎ সরকার বলেন, “আমরা নির্বাচন কমিশনে লিখিতভাবে জানিয়েছিলাম যে, প্রশান্ত কিশোর (Prashant Kishor) ভবানীপুরের বাসিন্দা নন। তাই তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে।”