মহিলাদের জন্য ২,৫০০ টাকা! পরিবার পিছু চাকরি, ভোটের ঠিক প্রাক্কালে বিহারে ইস্তেহার প্রকাশ তেজস্বীদের

Published on:

Published on:

Tejashwi Yadav releases manifesto in Bihar.

বাংলাহান্ট ডেস্ক: বিহারের (Bihar) রাজনীতিতে ফের উত্তেজনা চরমে। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে মহাগঠবন্ধন মঙ্গলবার প্রকাশ করল তাদের নির্বাচনী ইস্তেহার — যার নাম দেওয়া হয়েছে ‘তেজস্বী প্রাণ’। প্রচ্ছদে জ্বলজ্বল করছে আরজেডি নেতা তেজস্বী যাদবের মুখ। ইস্তেহারের স্লোগান, “সম্পূর্ণ বিহার কা সম্পূর্ণ পরিবর্তন, তেজস্বী প্রতিজ্ঞা, তেজস্বী প্রাণ।” এই ইস্তেহারে প্রতিশ্রুতির পসরা সাজানো হয়েছে বিশেষ করে চাকরি, মহিলাদের আর্থিক সুরক্ষা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের উপর জোর দিয়ে।

বিহারে (Bihar) ভোটের আগে বিরাট প্রতিশ্রুতি তেজস্বীদের:

ইস্তেহারের সবচেয়ে বড় আকর্ষণ চাকরি। তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের দাবি, তারা ক্ষমতায় এলে মাত্র ২০ দিনের মধ্যেই নতুন আইন আনা হবে, যার মাধ্যমে প্রতিটি পরিবার পিছু অন্তত একটি করে চাকরি নিশ্চিত করা হবে। সেই চাকরির প্রক্রিয়া শুরু হবে ক্ষমতায় আসার ২০ মাসের মধ্যেই। পাশাপাশি, রাজ্যের (Bihar) সব চুক্তিভিত্তিক এবং আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্গত প্রতিটি মহিলাকেও স্থায়ী সরকারি কর্মচারী করার আশ্বাস দেওয়া হয়েছে, যাঁদের মাসিক বেতন হবে ৩০,০০০ টাকা।

আরও পড়ুন:রাজ্যে SIR হলেও কাদের লাগবে না কোনো নথি? দুশ্চিন্তা না করে সতর্ক থাকুন

ইস্তেহারে সাধারণ নাগরিকদের জন্যও একাধিক সুবিধার ঘোষণা করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। গরিব পরিবারের জন্য মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার আশ্বাসও রয়েছে। তেজস্বীর কথায়, বিহারের (Bihar) অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে এই উদ্যোগগুলি ইতিবাচক প্রভাব ফেলবে।

মহিলাদের আর্থিক স্বাধীনতা ও সুরক্ষার লক্ষ্যে চালু করা হচ্ছে নতুন প্রকল্প ‘মাই-বহিন মান যোজনা’। এই প্রকল্পের আওতায় প্রতিটি মহিলা বছরে ৩০,০০০ টাকা, অর্থাৎ মাসে ২,৫০০ টাকা করে পাবেন। স্বাস্থ্য খাতে বড় ঘোষণা করেছে মহাগঠবন্ধন — রাজ্যের (Bihar) প্রতিটি নাগরিকের জন্য ব্যক্তিপিছু ২৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। তাছাড়া সমাজকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে বিধবাদের জন্য মাসিক ভাতা, বয়স্ক নাগরিকদের জন্য ১,৫০০ টাকা মাসিক পেনশন (যা প্রতি বছর ২০০ টাকা করে বাড়বে), এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য মাসিক ৩,০০০ টাকা ভাতা ঘোষণা করা হয়েছে।

Tejashwi Yadav releases manifesto in Bihar.

আরও পড়ুন:ঘূর্ণিঝড় ‘মান্থা’-র তাণ্ডবে স্থবির আকাশপথ! একদিনেই বাতিল ৩২ টি ফ্লাইট, জানুন রুটগুলি

বিহারে (Bihar) প্রতিবার নির্বাচনের আগে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু সব প্রতিশ্রুতি শেষ পর্যন্ত পূর্ণ হয় না। তাই আগেভাগেই তেজস্বী যাদব বলেছেন, তিনি ‘ফাঁকা প্রতিশ্রুতি’ নয়, তথ্যনির্ভর অঙ্গীকার করছেন। তাঁর কথায়, “এই সংকল্পপত্র কেবল কাগজে লেখা কথা নয়, এটি বিহারের ভবিষ্যতের রূপরেখা।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহাগঠবন্ধনের এই ইস্তেহার তরুণ ভোটার ও মহিলা ভোটারদের কাছে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বাস্তবে এই প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়িত হবে, তা নির্ভর করছে নির্বাচনের ফলাফলের উপর। আপাতত ‘তেজস্বী প্রাণ’-এর প্রতিশ্রুতি বিহারের (Bihar) ভোটযুদ্ধে নতুন প্রাণ সঞ্চার করেছে।