‘কেজরিবালের মুখোশ খুলব!’ অরবিন্দের পর্দা ফাঁস করে রাজসাক্ষী হওয়ার দাবি সুকেশের

বাংলা হান্ট ডেস্ক : গত বছর পুরোটাই সংবাদ শিরোনামে ছিলেন সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) এবং জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez)। ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর সম্প্রতি সেই সুকেশ আবার বড়সড় বোমা ফাটিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) গ্রেফতার হতেই সুকেশ জানিয়েছেন, তার কাছে কেজরিওয়ালের বিরুদ্ধে জোরালো প্রমাণ রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশের সাথে নাম জড়িয়েছে জ্যাকলিনের। তবে কেবল জ্যাকলিন নয়, বলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে সুকেশের। তালিকায় রয়েছেন বলি পাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী নোরা ফতেহি। সম্প্রতি সেই সুকেশের দাবি, তিনি কেজরিওয়ালের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি।

উল্লেখ্য যে, সুকেশ এই মূহুর্তে তিহাড় জেলে বন্দি। সেখান থেকেই তিনি দাবি করেছেন, ‘কেজরীর দুর্নীতির হাঁড়ি এ বার হাটে সর্বসমক্ষে ভাঙবে।’ তারপর থেকেই তোলপাড় জাতীয় রাজনীতি। সকলের মনেই প্রশ্ন, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কী প্রমান রয়েছে সুকেশের কাছে? কী এমন প্রমাণ রয়েছে তার কাছে?

আরও পড়ুন : রাম জ্বরে কাবু ওয়ার্নার! গেরুয়া চাদর গলায় ‘জয় শ্রী রাম’ ধ্বনি অজি তারকার

সম্প্রতি একটি প্রেস বিবৃতি জারি করে সুকেশ জানিয়েছেন, দিল্লির আবগারি দুর্নীতির মূলচক্রী হলেন কেজরিওয়াল। এখানেই অভিযোগের শেষ নয়। সুকেশ দাবি করেছেন, কেজরির তত্ত্বাবধানেই তইহআড় জেলে বিলাসবহুল ভাবে দিন কাটাচ্ছেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা।

আরও পড়ুন: চিন থেকে মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার পাকড়াও! ফিরিয়ে আনা হল দেশে, বড় সাফল্য ভারতের

sukesh chandrasekhar

সুকেশের কথায়, তার কাছে এমন একাধিক প্রমাণ রয়েছে যা সামনে এলে দিল্লির মুখ্যমন্ত্রী লুকানোর জায়গা পাবেননা। যদিও তার কাছে ঠিক কী প্রমাণ রয়েছে তা তিনি স্পষ্ট করেননি। প্রেস বিবৃতি জারি করে সুকেশ লিখেছেন, ‘ফিল্ম অভি বাকি হ্যায়, প্রিয় কেজরীওয়ালজি। আপনি যতই চেষ্টা করুন না কেন, এখন খেল খতম। ক্লাইম্যাক্স এসে গিয়েছে। আপনার সমস্ত সাজানো কথা, আর নাটক এ বার শেষ। এ বার তিহাড়ে নিজের ভাই-বোনেদের কাছে চলে আসুন।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর