চিন থেকে মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার পাকড়াও! ফিরিয়ে আনা হল দেশে, বড় সাফল্য ভারতের

বাংলা হান্ট ডেস্ক : গত বিশ বছর ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থার নজরে ছিলেন পলাতক গ্যাংস্টার প্রসাদ পূজারি (Gangster Prasad Pujari)। তবে অবশেষে তার খোঁজ মিলেছে। শুধু খোঁজই নয়, সুদুর চীন (China) থেকে তাকে দেশে নিয়ে এসেছে ভারতীয় (India) গোয়েন্দারা। মুম্বাই পুলিশের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারদের তালিকায় একদম উপরের দিকেই রয়েছে প্রসাদ পূজারির নাম।

মুম্বাই পুলিশ সূত্রে খবর, খুন, রাহাজানি, তোলাবাজি, স্মাগলিং থেকে শুরু করে হেন কোনও কুকর্ম নেই যা প্রসাদ পূজারি করেননি। একাধিক মামলা, এফআইআর নথিভুক্ত রয়েছে তার নামে। প্রসাদ পূজারির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল ইন্টারপোল। তার বিরুদ্ধে শেষ মামলাটি নথিভুক্ত হয়েছিল ২০২০ সালে মুম্বাইয়ে।

সূত্রের খবর, প্রসাদ পূজারি ভারত থেকে পালিয়ে গিয়ে চীনে লুকিয়ে ছিলেন প্রসাদ পূজারি। ভারতীয় এজেন্সিদের হাত থেকে বাঁচতে একজন চীনা মহিলাকে বিয়েও করেছিলেন তিনি। এইমুহুর্তে তার একটি সন্তানও রয়েছে। এতদিন ধরে এই আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার সন্ধানেই ছিল ভারতীয় গোয়েন্দা বিভাগ‌। এবং অবশেষে বহু কাঠখড় পোড়ানোর পর চীন তাকে ভারতের হাতে তুলে দিয়েছে।

আরও পড়ুন : Exclusive! বিজেপিতে যোগ দিচ্ছেন হর্ষবর্ধন শৃঙ্গলা, দার্জিলিং থেকে দাঁড়াতে পারেন প্রাক্তন বিদেশ সচিব

গ্যাংস্টার পূজারি এখন মুম্বাই পুলিশের হেফাজতে রয়েছে। আজ তাকে আদালতে পেশ করার কথা রয়েছে। এখানে বলে রাখা ভালো যে, বছর খানেক আগে শিবসেনা নেতা চন্দ্রকান্ত যাদবকে হত্যার চেষ্টা করে প্রসাদ পূজারি। তবে সেবার অল্পের জন্য রক্ষা পান তিনি। এই ঘটনার কিছুদিন পরেই চীনে পালিয়ে যান তিনি।

আরও পড়ুন : মাষ্টার প্ল্যান গম্ভীরের, KKR-র প্রথম একাদশে থাকবে চরম চমক! জানুন কাদের নেবে কলকাতা

সেখানে গিয়ে বিয়েও করেন এক চীনা মহিলাকে। ভারত থেকে পালিয়ে প্রসাদ পূজারি চীনের গুয়াংডং প্রদেশের লাওহু জেলায় বসবাস করছিলেন। রিপোর্ট অনুসারে, পূজারিকে চীনে অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল। তারপর দীর্ঘদিন ধরে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছিল ভারতীয় গোয়েন্দা বিভাগ। এবং অবশেষে তাকে হাতে পেল মুম্বাই পুলিশ।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর