সোনার দামে বড় পরিবর্তন! লক্ষ্মীবারে ২২ ও ২৪ ক্যারেটের দাম কত জেনে নিন…

Published on:

Published on:

Gold price are falling sharply know thursday latest price

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে কমল সোনার দাম(Gold Price)। পাশাপাশি চলছে বিয়ের মরশুম। তার মাঝে সোনার দাম কমায় কিছুটা হলেও রেহাই পেয়েছে সাধারন নাগরিক থেকে শুরু করে ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন, তাহলে একবারসোনার দামের দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক আজকে সোনা ও রুপোর দাম কত যাচ্ছে।

অক্টোবরের শেষে বাজারে সোনার দাম কত জেনে নিন (Gold Price)

একাধিক কারণে সোনার দামে ওঠানামা অব্যাহত। তবে সাম্প্রতিক সময়ে কার্যত মাত্রাতিরিক্ত হারে বেড়েছিল হলুদ ধাতুর দাম (Gold Price)। মধ্যবিত্তের মাথায় হাত পড়ে গিয়েছে দামের বাড়বাড়ন্তে। বিশেষ করে বিয়ের মরশুমে এত দাম বেড়ে যাওয়ার জেরে অনেকেই পড়ছেন সমস্যার মুখে। তবে এবার দাম কিছুটা কমায় স্বস্তি পেয়েছেন ক্রেতারা। দেখুন আজকের রেট (Gold Price)।

Gold price are falling sharply know thursday latest price

আরও পড়ুন: গন্ধরাজ কাতলার সহজ রেসিপি, ঘরোয়া উপকরণেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো স্বাদ

বৃহস্পতিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৫৬০টাকা (+২৩৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৫৬০০টাকা (+২৩৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২১৬০ টাকা (+২৪৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২১৬০০টাকা (+২৪৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২১০০টাকা (+২৪৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২১০০০টাকা (+২৪৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৪৮৮০(+৬৩৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৪৮৮০০(+৬৩৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৪৮৭০টাকা (+৬৩৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৪৮৭০০টাকা (+৬৩৫০)।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Carat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না।