ভোটার তালিকা নিয়ে ফের বিস্ফোরণ তৃণমূলের, ‘সাইলেন্ট রিগিং’ চলছে বলে অভিযোগ কুণাল ঘোষের

Updated on:

Updated on:

Kunal Ghosh accuses Election Commission of Silent Rigging over Voter List Discrepancies

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে ফের চক্রান্তের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। ইলেকশন কমিশনের প্রকাশিত ভোটার তালিকা নিয়ে বড়সড় অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, কমিশনের ওয়েবসাইটে আপলোড হওয়া ভোটার লিস্ট ও পুরনো হার্ড কপির মধ্যে চরম অমিল রয়েছে।

‘এক বুথে ৯০০ ভোটার গায়েব’ দাবি নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh)

তৃণমূলের (Trinamool Congress) অভিযোগ, উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভা এলাকায় গুমা-১ গ্রাম পঞ্চায়েত, হাবড়া-২ ব্লকের ১৫৯ নম্বর বুথে কমিশনের ওয়েবসাইটে একটিও ভোটার নেই দেখাচ্ছে। অথচ ২০০২ সালের ভোটার তালিকায় ওই বুথে ছিল প্রায় ৯০০ জন ভোটার। শুধু তাই নয়, কোচবিহার জেলার বিভিন্ন বুথ থেকেও শতাধিক নাম উধাও বলে দাবি। কোথাও ৪০০, কোথাও ৯০০ নাম বাদ পড়েছে বলে অভিযোগ তৃণমূলের।

এই ঘটনায় কুণাল ঘোষ (Kunal Ghosh) বিরোধী দলকে তোপ দেগে বলেন, “এরা চুপি চুপি কারচুপি করছে। সাইলেন্ট রিগিং চলছে।” তিনি আরও অভিযোগ করে বলেন, “এক এলাকায় যেখানে ২০০২ সালের ভোটার লিস্টে ৭১৭ জনের নাম ছিল, এখন আছে মাত্র ১৪০ জন। এতজন একসঙ্গে মারা যেতে পারে না! তাহলে এই নামগুলো গেল কোথায়? এসআইআরের আগেই এইসব নাম কীভাবে উধাও হচ্ছে?”

এই ঘটনায় কুণাল (Kunal Ghosh) আরও দাবি জানিয়ে বলেন, পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এর পেছনে বিজেপির হাত আছে বলেও অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, তৃণমূল মুখপাত্র আরও বলেন, “বিজেপির অফিসে বসেই এই বাদ দেওয়া হয়েছে। কমিশন শুধু সেটাই আপলোড করেছে। না হলে এসআইআরের আগেই বিজেপি নেতারা কীভাবে বলে দিচ্ছেন, এত নাম বাদ যাবে?”

কুণাল ঘোষ (Kunal Ghosh) হুঁশিয়ারি দিয়ে বলেন, “একজনও বৈধ ভোটারের নামও বাদ দিতে দেব না। ইতিমধ্যেই কমিশনে লিখিত অভিযোগ জানানো হয়েছে। প্রতিটি বুথে নজরদারি চালানো হবে। পুরনো লিস্টের সঙ্গে মিলিয়ে দেখা হবে কে বাদ পড়েছেন। পরিকল্পিতভাবে ব্লক ধরে ধরে নাম বাদ দেওয়া হচ্ছে।”

Kunal Ghosh accuses Election Commission of Silent Rigging over Voter List Discrepancies

আরও পড়ুনঃ ‘জাস্টিস ফর প্রদীপ কর’ স্লোগান ঘিরে তুঙ্গে রাজনীতি, অভিষেককে ‘কপি ক্যাট’ বললেন সুকান্ত

‘নিজেদের লোকের নামও কেটে ফেলেছে ওরা’, কটাক্ষ চন্দ্রিমার

কুণাল ঘোষের (Kunal Ghosh) পাশাপাশি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “ভোটার তালিকায় যেভাবে কারচুপি হচ্ছে, তাতে বিজেপির মধ্যেও ঝামেলা শুরু হয়েছে বলে খবর। কারণ, এসব করতে গিয়ে নিজেদের কিছু লোকের নামও বাদ দিয়ে ফেলেছে ওরা। এখন ফেঁসে গিয়ে বলছে, কমিশনের ওয়েবসাইট নাকি ক্র্যাশ করেছে।” এই ঘটনা চন্দ্রিমা ঘোষ পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।