বাংলাহান্ট ডেস্ক : রবি থেকে বেলেঘাটা পর্যন্ত সম্পন্ন হল মেট্রোর প্রথম ট্রায়াল রান। পরীক্ষামূলকভাবে বুধবার নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (অরেঞ্জ লাইন) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৫ কিলোমিটার অংশে ছোটানো হল মেট্রো। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ এই অংশ পরিদর্শন করছেন বৃহস্পতি ও শুক্রবার।
জনককুমার পরিদর্শনের পর ছাড়পত্র দিলে এই লাইনে ছুটবে মেট্রো। তবে কলকাতা মেট্রোর পক্ষ থেকে অফিশিয়ালি এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি। কিন্তু একটি সূত্র দাবি করছে, এই লাইনে পরিষেবা শুরু হয়ে যেতে পারে জুলাই মাসের মধ্যে। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে মেট্রো পরিষেবা শুরু হলে নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের ৩২ কিলোমিটারের মধ্যে ৯.৯ কিমি অংশে পরিষেবা শুরু হবে।
আরোও পড়ুন : বিনিয়োগ করুন মোদি সরকারের এই স্কিমগুলোয়! পাবেন বিরাট আয়কর ছাড়, সাথে মোটা টাকা রিটার্ন
দীর্ঘ প্রতীক্ষার পর ১৫ই মার্চ থেকে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হয়েছে। এখন কাজ চলছে বেলেঘাটা (মেট্রোপলিটন) পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের ১৬৬ নম্বর এবং ১৬৭ নম্বর স্তম্ভ জোড়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। তবে সেই সমস্যা কাটিয়ে উঠেছে এই মেট্রো লাইনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডে (আরভিএনএল)।
নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত কোন কোন মেট্রো স্টেশন থাকছে?
১. কবি সুভাষ (নিউ গড়িয়া)।
২. সত্যজিৎ রায়।
৩. জ্যোতিরিন্দ্র নন্দী (মুকুন্দপুর)।
৪. কবি সুকান্ত (কালিকাপুর)।
৫. হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)।
৬. ভিআইপি বাজার বা টেগোর পার্ক।
৭. ঋত্বিক ঘটক (পঞ্চান্নগ্রাম)।
৮. বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি)।
৯. বেলেঘাটা।