বাংলা হান্ট ডেস্ক: বাড়ির রান্নাঘরে আরশোলার উৎপাত ক্রমাগত বেড়েই চলেছে। যার ফলে বাড়ির লোকজনদের শরীর খারাপ হচ্ছে। কারণ খাবারদাবারের মধ্যে ছড়িয়ে পড়ছে জীবাণু। পাশাপাশি দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে বাসনপত্রের মধ্যে। আর এইসবের কারণে আপনি বাজার থেকে কিনে নিয়ে আসা রাসায়নিক স্প্রে ব্যবহার করছে আরশোলা দূর করতে (kitchen Cleaning)। তবে আজকে আপনাদের সঙ্গে এমন কিছু ঘরোয়া টোটকা শেয়ার করব যেগুলো উপর ভরসা রাখলে, রান্নাঘর থেকে আরশোলা নিমেষে উধাও হবে।
কেমিক্যাল নয়, প্রাকৃতিক উপায়ে দূর করুন আরশোলা (kitchen Cleaning)
বোরিক পাউডার: রান্নাঘর থেকে আটশোলা দূর করতে ব্যবহার করতে পারেন বোরিক পাউডার। এক চামচ বড়িক পাউডার ও তার মধ্যে ময়দা এবং চিনি মিশিয়ে নিন। এরপর সেগুলো দিয়ে ছোট ছোট বল তৈরি করুন। এবার তা ঘরের কোণে বা যেখানে আরশোলার উপদ্রব বেশি সেখানে রেখে দিন। আরশোলা এগুলো খাওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তবে ঘরের শিশু ও পোষ্যদের থেকে এদিকে দূরে রাখুন (kitchen Cleaning)।

আরও পড়ুন:বৃষ্টি হোক বা ঠান্ডা, রোদ ছাড়াই ডাল থাকবে একদম ফ্রেশ! এই ৩ টোটকা মেনে চলুন নিয়মিত
লবঙ্গ ও তেজপাতা: আরশোলার তীব্র গন্ধ পছন্দ করেনা। এর জন্য রান্নাঘরের আলমারি, মসলার ড্রয়ার অথবা খাবারের আলমারির মধ্যে শুকনো লবঙ্গ তেজপাতা রাখলে ধারে কাছে ঘেষবেনা আরশোলা।
বেকিং সোডা ও চিনি: একটি ছোট বাটিতে সমপরিমাণ ব্রেকিং সোডা ও চিনি মিশিয়ে ঘরের কোনায় রাখুন। চাইলে পরে আপনি ডাস্টবিনের পিছনে অথবা সিঙ্কের পাশেও রাখতে পারেন। চিনির গন্ধে আরশোল আকৃষ্ট হবে। আর ব্রেকিং সোডা তাদের দেহে প্রবেশ করে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
লেবু ও ভিনিগার মিশ্রন: এক কাপ জলে আধ কাপ ভিনিগার ও কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে স্প্রে করুন। এটি দিয়ে আপনি রান্নাঘরের কাউন্টার, ক্যাবিনেট বা সিঙ্ক পরিষ্কার করলে আরশোলা পালিয়ে যাবে। পাশাপাশি জীবাণুমুক্ত পরিবেশ বজায় থাকবে (kitchen Cleaning)।












