ধপ করে কমল সোনার দাম! শনিবার বাজারে কত রয়েছে ২২ ও ২৪ ক্যারাটের দর? জেনে নিন

Published on:

Published on:

gold price(16)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রে বেড়েছিল সোনার দাম (Gold Price)। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। তাই এদিন চিন্তা খানিকটা কমল মধ্যবিত্তের। কারণ শনিবার ধপ করে পড়ল সোনার দাম। বিয়ের মাসে আকাশছোঁয়া চাহিদার মধ্যেও দাম পড়ল সোনার। শনিবার সস্তা হল হলুদ ধাতু। কত হল রেট? দেখে নিন।

আজ ৮ নভেম্বর সোনার দাম কত কমল? কত করে হল সোনার গ্রাম? (Gold Price) বিয়ের মরসুমের আগে কি আরও সস্তা হবে হলুদ ধাতু? আপডেট রইল।

কমল সোনার দাম | Gold Price

গতকালের তুলনায় এদিন প্রতি ১০ গ্রামের দাম ৩০০ টাকা কমেছে ক্যারাট সোনার ক্ষেত্রে। শনিবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১১৫৩৫ টাকা। যদিও খুব সামান্যই দাম কমেছে যদিও। ৩০ টাকা দাম কমেছে প্রতি গ্রামে। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১১৫৩৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১১৫৩৫০০ টাকা।

একই ভাবে কমেছে ২৪ ক্যারাট সোনার দামও। ২২ এর পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামও এদিন নিম্নমুখী। শনিবার ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২১৩৫ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২১৩৫০ টাকা। একদিনে প্রতি ১০ গ্রামে ৩৫০ টাকা করে দাম কমেছে খুচরো পাকা সোনার।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে।

gold price(15)

বর্তমানে সোনার বাজার উঠছে আর নামছে। চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে।

আরও পড়ুন: “মামলার ভবিষ্যতের ওপর নির্ভর করছে পরীক্ষার ভবিষ্যৎ”, SSC মামলায় মন্তব্য কলকাতা হাই কোর্টের

দিন দিন রুপোর চাহিদা বাড়ছে। সোনার পাশাপাশি রুপোলি ধাতুর চাহিদাও এখন তুঙ্গে। সোনার পাশাপাশি রুপোর দামেও পরিবর্তন এসেছে। রুপোর দাম বেড়েছে শনিবার। এদিন ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৪৯৫০ টাকা। আর এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।