বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই হুহু করে তাপমাত্রা নামছে গোটা রাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) শীতের আমেজ। গত কয়েকদিনে অনেকটাই তাপমাত্রা নেমেছে। ফলত খুশি শীতবিলাসীরা। আবহাওয়া দপ্তর বলছে আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গে। বৃষ্টি কি হবে? জানুন আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। স্বাভাবিকের নীচে থাকবে তাপমাত্রা। বেশ কয়েকটি জেলায় ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমবে চলতি সপ্তাহে। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২- ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস। পরবর্তী তিন দিন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না।
ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে মতো জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। আগামী দু-দিনে দক্ষিণবঙ্গের পশ্চিমের সব জেলাগুলিতে তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে।
আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যে।কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। শুষ্ক আবহাওয়ায় আরও নামবে তাপমাত্রা। তবে আপাতত তাপমাত্রা কমলেও পাকাপাকিভাবে শীত পড়তে পড়তে ডিসেম্বর হয়ে যাবে বলে অনুমান। বর্তমানে তাপমাত্রা একধাক্কায় কমায় হালকা শীতের আমেজ রয়েছে বঙ্গজুড়ে।
তিলোত্তমাতেও আপাতত আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই কুড়ির নিচে নেমে গিয়েছে। আগামী কয়েক দিনে রাতের পারদ আরও কিছুটা কমতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে।

আরও পড়ুন: গান থেকে সটান রাজনীতিতে! ভোটে দাঁড়াচ্ছেন ইমন? ২৬-এর আগে জল্পনা বাড়ালেন ‘প্রাক্তন’ শিল্পী
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও আপাতত কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। পার্বত্য এলাকায় কুয়াশার দাপট অধিক লক্ষ্য করা যাবে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না।












