বাংলাহান্ট ডেস্ক : কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে (Dharmendra) নিয়ে বিভ্রান্তি অব্যাহত। সোমবার দিনভর উৎকণ্ঠা শেষে মঙ্গলবার যখন একটু আশার আলো দেখছিলেন অনুরাগীরা, তখনই আসে দুঃসংবাদ। মঙ্গলবার সকালে হঠাৎ করেই খবর ছড়ায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ধর্মেন্দ্র (Dharmendra)। শোনা যায়, তাঁর টিমের তরফে নাকি এ খবরে শিলমোহর দেওয়া হয়েছে। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই মুখ খুললেন কন্যা এষা দেওল।
ধর্মেন্দ্রকে (Dharmendra) নিয়ে ফের ভুয়ো খবর
মঙ্গলবার সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়, বর্ষীয়ান অভিনেতার টিমের তরফেই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন ধর্মেন্দ্র (Dharmendra)। তাঁর পরিবারের তরফে এ বিষয়ে মুখ না খুললেও সূত্রের খবর অনুযায়ী, অভিজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে ছিলেন তিনি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন এষা।

মঙ্গলবার এল দুঃসংবাদ: সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে এষা লেখেন, ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে সংবাদ মাধ্যমে। এখনও শ্বাস চলছে অভিনেতার। স্থিতিশীল রয়েছেন ধর্মেন্দ্র, ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। ক্ষোভ উগরে দিয়েছেন হেমাও। স্বামীর মৃত্যু নিয়ে বারবার ভুয়ো খবর ছড়ানোয় বিরক্ত তিনি।
আরও পড়ুন : গান থেকে সটান রাজনীতিতে! ভোটে দাঁড়াচ্ছেন ইমন? ২৬-এর আগে জল্পনা বাড়ালেন ‘প্রাক্তন’ শিল্পী
বারবার ছড়াচ্ছে ভুয়ো খবর: প্রসঙ্গত, সোমবার সারা দিনই কেটেছে উৎকণ্ঠায়। এদিনও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ধর্মেন্দ্রর (Dharmendra) মৃত্যুর ভুয়ো খবর। তবে অভিনেতার পরিবারের তরফে বারংবার বলা হয়েছিল, তাঁর পরিস্থিতি স্থিতিশীল। ভুয়ো খবর না ছড়িয়ে তাঁর দ্রুত সুস্থতার জন্য অনুরাগীদের কামনা করতেও বলা হয়েছিল তাঁর পরিবারের তরফে।
আরও পড়ুন : এক বাসেই কলকাতা থেকে ভুটান! নামমাত্র ভাড়ায় আরামদায়ক সফর, জেনে নিন রুট
সোমবার রাতে বলিউডের একাধিক অভিনেতাদের দেখা গিয়েছিল ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। হাসপাতালে ধর্মেন্দ্রর (Dharmendra) সঙ্গেই ছিলেন স্ত্রী হেমা। এসেছিলেন দুই ছেলে সানি এবং ববি দেওল। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পৌঁছান সলমন খান। তারপর রাত প্রায় পৌনে এগারোটা নাগাদ বর্ষীয়ান অভিনেতাকে (Dharmendra) দেখতে হাসপাতালে যান শাহরুখও। রাত একটু বাড়তেই হাসপাতালে দেখা মেলে গোবিন্দার। ধর্মেন্দ্রর বর্তমান পরিস্থিতির বিষয়ে জানতে উদগ্রীব ভক্তরা।












