‘ভুল’ স্বীকার করে নিল SSC, চাকরিপ্রার্থীদের জন্য নেওয়া হল বড় সিদ্ধান্ত, জারি বিজ্ঞপ্তি

Published on:

Published on:

School Service Commission
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়ে বিতর্কের শেষ নেই। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষার পর সম্প্রতি ফলপ্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। তবে তার পরও কাটছে না জট। একাদশ-দ্বাদশের নয়া নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরীক্ষার প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ চাকরিপ্রার্থীদের একাংশ। কমিশনও মেনে নিয়েছে প্রশ্নপত্রে ভুল ছিল।

প্রশ্নপত্রে ভুল স্বীকার করে বড় সিদ্ধান্ত এসএসসির | School Service Commission

ভুল স্বীকার করে কমিশন জানিয়েছে, বাংলা ও ভূগোল বিষয়ের প্রশ্নপত্রে ভুল ছিল। সোমবার এসএসসির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জানানো হয়েছে, ৭ নভেম্বর প্রকাশিত ‘অ্যানসার কি’তে বেশ কিছু ভুল রয়েছে। বাংলা বিষয়ে একটি প্রশ্নে, ভূগোলের ক্ষেত্রে দুটি প্রশ্নে ভুল থাকার কথা মেনেছে কমিশন।

এদিকে মামলাকারীদের অভিযোগ, এসএসসির একাধিক বিষয়ের প্রশ্নে ভুল ছিল। অভিযোগ, এডুকেশন বিষয়ে দুটো প্রশ্ন, ইতিহাসের ক্ষেত্রে একটি প্রশ্ন ও ভূগোলের তিনটি প্রশ্ন ভুল ছিল। এসএসসি তরফে গতকাল যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে অবশ্য কেবল বাংলা ও ভূগোল বিষয়ের উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তি দিয়ে এসএসসি আরও জানিয়েছে, ভুল প্রশ্নগুলির ক্ষেত্রে পুরো নম্বর পাবেন পরীক্ষার্থীরা। তাদের নম্বর শুধরে এর পূর্ণাঙ্গ ‘অ্যানসার কি’ প্রকাশ করার কথাও জানানো হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ভুল প্রশ্ন নিয়ে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি মিলেছে।

SSC

আরও পড়ুন: উঠেছিল পার্থ, অভিষেক প্রসঙ্গ! হাইকোর্টে ৩২০০০ চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে বড় খবর

উল্লেখ্য, এসএসসি তে মোট ৫ লক্ষ ৬৬ হাজার জন পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। আর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা দিলেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। এই চাকরির উপর নির্ভর করছে একাধিক হাজার হাজার চাকরিহারার ভাগ্য। ইতিমধ্যেই এসএসসির এই নতুন নিয়োগকে কেন্দ্র করে একাধিক মামলা দায়ের হয়েছে। এবার স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ফের এক মামলা হাইকোর্টে।