বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) ফের উঠল SSC নিয়োগের জট। নবম-দশমের শিক্ষকতা করা প্রার্থীরা একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষকতার পরীক্ষায় ‘অভিজ্ঞতার জন্য’ ১০ নম্বর পাবেন কি না, তা নিয়ে বিতর্ক চরমে। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা গ্রহণ করল কলকাতা হাই কোর্ট।
অভিজ্ঞতার নম্বর ঘিরে নতুন বিতর্ক
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, যারা শিক্ষকতা করেছেন, তাঁদের ‘অভিজ্ঞতার ভিত্তিতে’ ১০ নম্বর করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে, যাঁরা নবম-দশমে পড়ান, তাঁরা কি একাদশ-দ্বাদশের শিক্ষাদানের অভিজ্ঞতাসম্পন্ন? মামলাকারীর আইনজীবী আশীষ কুমার চৌধুরীর প্রশ্ন, “উচ্চ ক্লাসে যারা পড়াননি, তারা কী ভাবে অভিজ্ঞতার জন্য দশ নম্বর পেতে পারেন? তারা তো নিচু ক্লাসে শিক্ষকতা করেছেন!” তিনি আরও জানান, “যোগ্য শিক্ষকরা যাঁরা ইতিমধ্যেই নির্বাচিত, তাঁদের আবার ‘ডেমো’ দিতে বলা অন্যায্য। এটা তাঁদের জন্য সম্মানহানিকর।”
হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে নিয়োগে স্থগিতাদেশ
এই মামলার প্রেক্ষিতেই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলেও মামলার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা কার্যকর করা যাবে না। অর্থাৎ ফলাফল প্রকাশিত হলেও চাকরিপ্রাপ্তির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরেই হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা। মোট শূন্যপদ ছিল ১২,৫১৪। আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। পরীক্ষার ৫৪ দিনের মাথায় নভেম্বরের শুরুতে প্রকাশ পায় ফলাফল। কিন্তু এখন সেই ফলের উপরেই পড়ল প্রশ্নচিহ্ন।
ভুল প্রশ্ন নিয়ে নতুন মামলা
SSC-র নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল ১৮ সেপ্টেম্বর। ফলাফল বেরোয় ৭ নভেম্বর। কিন্তু চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, পরীক্ষার একাধিক প্রশ্ন ভুল ছিল। আবেদনকারীর আইনজীবী ফিরদৌস শামিম অভিযোগ করেছেন, “এডুকেশন বিষয়ে দুটি প্রশ্ন, ইতিহাসে একটি ও ভূগোলে তিনটি প্রশ্ন ভুল ছিল।” এই অভিযোগের ভিত্তিতে ফের মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মামলার বিষয়ে। আদালত মামলাটি গ্রহণও করেছে।

উল্লেখ্য, প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর, সব ক্ষেত্রেই শিক্ষক নিয়োগ নিয়ে মামলা চলছে। কোথাও ঘুষের অভিযোগ, কোথাও ওএমআর জালিয়াতি, আবার কোথাও প্রশ্নপত্র ভুল। এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত ও পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশেই নতুন করে পরীক্ষা হলেও ফের মামলা পৌঁছল হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।












