তাড়াহুড়োয় পালাতে গিয়ে অসাবধানতায় দিল্লিতে ঘটে বিস্ফোরণ? কী মনে করছেন গোয়েন্দারা?

Published on:

Published on:

What is the reason behind Delhi Red Fort Blast happened?
Follow

বাংলাহান্ট ডেস্ক: দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণকাণ্ডে (Delhi Red Fort Blast) ক্রমেই নতুন নতুন তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে। প্রাথমিক তদন্তে যে তথ্যগুলি মিলেছে, তাতে এই বিস্ফোরণ পূর্ব পরিকল্পিত ছিল কিনা, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। বিস্ফোরণস্থল থেকে কোনও স্প্লিন্টার বা শার্প নেল না মেলায় তদন্তকারীরা মনে করছেন, ঘটনাটি হয়তো পূর্ব পরিকল্পিত নয়। বরং জঙ্গি মডিউলের বাকি সদস্যরা গ্রেফতার হওয়ার আশঙ্কায় উমর নবি পালাতে গিয়েই তাড়াহুড়োয় এই বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছিলেন।

তাড়াহুড়োয় অসাবধানতায় বিস্ফোরণ দিল্লিতে (Delhi Red Fort Blast), বলছে গোয়েন্দারা

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের (Delhi Red Fort Blast) সময় উমর নবি যে গাড়িতে ছিলেন, সেটি চলন্ত অবস্থায়ই বিস্ফোরিত হয়। সাধারণত কোনও পরিকল্পিত বিস্ফোরণের ক্ষেত্রে গাড়িকে থামিয়ে, নিরাপদ দূরত্বে থেকে ডিটোনেশন করা হয়। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঘটনাস্থলে গাড়িটি গতিশীল ছিল। এ থেকেই গোয়েন্দাদের ধারণা আরও শক্ত হয়েছে যে, বিস্ফোরণটি আকস্মিকভাবেই ঘটেছে।

আরও পড়ুন:সোনার দামে বড় পতন, রুপোর দামে সামান্য হেরফের — জানুন আজকের দর

তদন্তে আরও জানা গিয়েছে, বিস্ফোরণস্থল (Delhi Red Fort Blast) থেকে অ্যামোনিয়াম নাইট্রেটের কিছু চিহ্ন পাওয়া গিয়েছে। তবে এই রাসায়নিকটি নিজে থেকে বিস্ফোরক নয়। একে কার্যকর বিস্ফোরকে পরিণত করতে নির্দিষ্ট রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সংবাদমাধ্যম TV9 বাংলার- এর সঙ্গে একটি সাক্ষাৎকারে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায়। TV9 বাংলার প্রতিবেদন অনুযায়ী তাঁর কথায়, “অ্যামোনিয়াম নাইট্রেট যে ফরম্যাটে পাওয়া যায়, সেটি সরাসরি বিস্ফোরণ ঘটায় না। একে বিস্ফোরক হিসেবে ব্যবহার করতে ‘জেলি ক্রিস্টালাইজেশন’ নামের একটি রাসায়নিক প্রক্রিয়ার প্রয়োজন হয়। এতে তরল বা দ্রবণ থেকে কঠিন স্ফটিক পদার্থ তৈরি হয়, যা পরবর্তীতে বিস্ফোরকে রূপ নেয়।” তিনি আরও বলেন, “আমার ধারণা, ঘটনাস্থলে যে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, তা সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল না। হয়তো পালানোর সময় গাড়ির ভেতরে থাকা কোনও রাসায়নিকের সংস্পর্শে এসে হঠাৎই প্রতিক্রিয়া ঘটে যায়। সেই রাসায়নিক সংস্পর্শের কারণেই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।”

তদন্তকারীদের বক্তব্য, এখন পর্যন্ত এমন কোনও প্রমাণ মেলেনি যা থেকে নিশ্চিতভাবে বলা যায়, এটি সুনির্দিষ্টভাবে পরিকল্পিত বিস্ফোরণ (Delhi Red Fort Blast)। বরং ঘটনাস্থলের বিশ্লেষণ, রাসায়নিকের প্রকৃতি এবং সিসিটিভি ফুটেজ — সবকিছু মিলিয়ে প্রাথমিকভাবে এটি একটি ‘অপ্রত্যাশিত বিস্ফোরণ’ বলেই মনে হচ্ছে।

What is the reason behind Delhi Red Fort Blast happened.

আরও পড়ুন:“এটাই সেরা দিন!” দিল্লি বিস্ফোরণের পর আইএস জঙ্গির জামিন মামলায় স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের, কী বলল আদালত?

তবে গোয়েন্দারা এখনও বিষয়টি নিয়ে পূর্ণ নিশ্চয়তায় পৌঁছাতে চাননি। তারা এখন বিস্ফোরণস্থলের (Delhi Red Fort Blast) রাসায়নিক নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। পাশাপাশি উমর নবির যোগাযোগ সূত্র, ফোন রেকর্ড এবং গত কয়েক সপ্তাহের গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই বিস্ফোরণটি সত্যিই পরিকল্পনাবিহীন হয়, তাহলে তা গোটা জঙ্গি মডিউলের প্রস্তুতির ঘাটতি এবং চাপের পরিস্থিতিতে কাজ করার ঝুঁকি দুটোই একসঙ্গে তুলে ধরছে। এই মুহূর্তে গোয়েন্দারা সবদিক খতিয়ে দেখে চূড়ান্ত রিপোর্ট তৈরির কাজ শুরু করেছেন।

একদিকে বিস্ফোরণস্থলে (Delhi Red Fort Blast) ফরেনসিক দল ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা বিশদভাবে ঘটনাস্থল পরিদর্শন চালাচ্ছেন, অন্যদিকে পুলিশ নজরদারি বাড়িয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকায়। প্রশ্ন একটাই— এই বিস্ফোরণ সত্যিই কি দুর্ঘটনাবশত, না কি এর আড়ালে লুকিয়ে রয়েছে আরও বড় কোনও ষড়যন্ত্র? তদন্তের পরবর্তী ধাপেই মিলবে তার উত্তর।