বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রের দিকে নজর থাকবে অনেকের। একদিকে রয়েছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, অন্যদিকে বিজেপির (BJP) টিকিটে দাঁড়িয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আক্রমণ-প্রতি আক্রমণের পালা। এবার যেমন জোড়াফুল প্রার্থীকে ‘ডেপো ছোকরা’ বলে নিশানা করলেন অভিজিৎ।
ভোট থেকে শুরু করে যে কোনও বড় ঘটনা ঘটলেই তৃণমূলের (TMC) নেতা-নেত্রীদের মুখে শোনা যায় ‘খেলা হবে’। ২০১৩ সালে বাংলাদেশে প্রথম এই স্লোগানটি তোলা হয়েছিল। তবে পশ্চিমবঙ্গের বুকে ‘খেলা হবে’র বহুল জনপ্রিয়তার নেপথ্যে রয়েছেন দেবাংশু (Debangshu Bhattacharya)! একুশের বিধানসভা নির্বাচন থেকেই এই স্লোগান ব্যাপক জনপ্রিয় হয়েছে। চব্বিশের লোকসভা ভোটেও (Lok Sabha Election 2024) কানে আসছে ‘খেলা হবে’র কথা। এবার এই স্লোগানের পাল্টা দিলেন বিজেপির অভিজিৎ।
‘খেলা হবে’ (Khela Hobe) প্রসঙ্গে কথা বলতে গিয়ে তমলুকের বিজেপি প্রার্থী বলেন, ‘তৃণমূল কংগ্রেসের তো কোনও কালচার নেই। যারা অশিক্ষিত, আনকালচার তাঁদের স্রেফ খেলা হবে বলতে শোনা যায়। আমি এর সঙ্গে একটা ছোট্ট লাইন আজ জুড়ে দিচ্ছি। খেলা হলে খেলা হবে, ৬ গোল খেয়ে বাড়ি যাবে’।
আরও পড়ুনঃ মাস্টারস্ট্রোক! DA-র আবহেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ২ লাখ! কীভাবে পাবেন?
এখানেই থামেননি অভিজিৎ। এরপর প্রতিপক্ষ দেবাংশুকে ‘ডেপো ছোকরা’ বলে আক্রমণ করেন তিনি। পদ্ম প্রার্থী বলেন, ‘এখানে একজন ডেপো ছোকরা লড়তে এসেছেন। প্রার্থী হয়েছেন। তাঁকে বলে দেবেন খেলা হলে খেলা হবে, ৬ গোল খেয়ে বাড়ি যাবে’।
বিজেপি প্রার্থীর এহেন মন্তব্য কানে এসেছে দেবাংশুরও। তৃণমূলের যুব নেতা এই বিষয়ে বলেন, ‘ভোটে দাঁড়ানোর পর থেকে উনি খারাপ ভাষার ফোয়ারা ছোটাচ্ছেন। উনি যত খারাপ ভাষা প্রয়োগ করবেন, তৃণমূলের ততই ১০,০০০ করে ভোট বাড়তে থাকবে। উনি যে আমায় ডেপো ছোকরা বলেছেন, আমি ওনার এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি’।
‘খেলা হবে’ স্লোগানের পাল্টা অভিজিৎ যে নয়া ‘স্লোগান’ তুলেছেন তা নিয়েও প্রতিক্রিয়া দেন দেবাংশু। তৃণমূল প্রার্থী বলেন, ‘খেলা হবে স্লোগানের পাল্টা উনি একটি ডায়লগ দিয়েছেন খেলা হলে খেলা হবে। মানে উনিও খেলতে চাইছেন, এদিকে আমরাও খেলব। ভোটের দিন কে ৬ গোল খেল আর কে ৭ গোল খেল সেটা দেখা যাবে’।