রাজনীতির মঞ্চে পরিচিত মুখ, লড়াই করবেন লোকসভা ভোটেও! চিনুন, গায়ক শোভনের বোনকে

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে সুরের জগতে শোভন গঙ্গোপাধ্যায় অত্যন্ত পরিচিত একটি নাম। জি বাংলার বিখ্যাত রিয়েলিটি শো সারেগামাপা থেকে সফর শুরু করা শোভন আজ জায়গা করে নিয়েছেন টলিউডে। বিভিন্ন কারণে আজকাল খবরের হেডলাইন্সে থাকেন শোভন। অনেকেই বলছেন অভিনেত্রী সোহিনী সরকারের সাথে প্রেম করছেন তিনি।

তবে আপনারা কি জানেন শোভন গাঙ্গুলীর বোন এখন চলে এসেছেন খবরের শিরোনামে। শোভন গাঙ্গুলীর বোন রাজনীতির জগতে যুক্ত বেশ কিছুদিন ধরে। তবে আর পাঁচজনের মতো শাসক দলের নয়, এবারের লোকসভা নির্বাচনে তিনি বামফ্রন্টের প্রার্থী। দীপ্সিতা ধর গায়ক শোভন গাঙ্গুলীর মাসতুতো বোন। দীপ্সিতা ও শোভনের বন্ডিং কিন্তু বেশ চোখে পড়ার মতো।

আরোও পড়ুন : এবার সস্তার টিকিটেই মজা নিন ফার্স্ট ক্লাস AC’র! কিচ্ছু করতে পারবে না টিটি, দুর্দান্ত সুযোগ দিচ্ছে রেল

ভোট প্রচারের ব্যস্ততার মধ্যেও দীপ্সিতা শোভনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে এই বাম নেত্রী একটি গ্রুপ ফটো শেয়ার করেন অনুরাগীদের সাথে। এই ছবিতে শোভনকে দেখা গেছে দীপ্সিতার সাথে। ছবিটি শেয়ার করে দীপ্সিতা লিখেছেন, বার্থডে গ্রিটিংস বিগ ব্রাদার। ছবিটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন দুজনের অনুরাগীরাই।

আরোও পড়ুন : কলকাতা পুলিশে ডেটা এন্ট্রি পদে নিয়োগ! মাস গেলে মিলবে ভালো টাকা মাইনে, জেনে নিন আবেদন পদ্ধতি

এর আগেও শোভন গঙ্গোপাধ্যায় বোনকে নিয়ে ভোট প্রচারের জন্য গান বেঁধেছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে বাম প্রার্থী দীপ্সিতা ধর। গায়ক শোভনের ছোট মাসির মেয়ে দীপ্সিতা। একই পাড়ার বাসিন্দা তাঁরা। ছোট থেকে বড় হয়েছেন একসাথে। তবে এর আগে এই ব্যাপারটি সামনে আনেননি শোভন বা দীপ্সিতা কেউই।

untitled design 2021 08 10t185630.981

জানা যায় শোভনের বাড়ির সবাই বাম সমর্থক। ছোট থেকেই গণনাট্যের সাথে যুক্ত মা বাবা ভাই বোন সবাই। গণনাট্যের হয়ে শোভন ছোটবেলায় অনেক গানও গেয়েছেন। তবে প্রত্যক্ষ রাজনীতি থেকে যে শোভন দূরেই থাকবেন তা তিনি অনেক আগেই জানিয়েছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর