শীতের ছুটিতে দারিংবাড়ির পাশাপাশি ঘুরে আসতে পারেন এই দুই দর্শনীয় জায়গা

Published on:

Published on:

Odisha don't miss these two offbeat destinations while visiting Daringbari
Follow

বাংলা হান্ট ডেস্ক: সবে শীত পড়তে শুরু করেছে। এই সময় বহু মানুষ কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছেন। যার মধ্যে অন্যতম ডেস্টিনেশন পুরুলিয়া, ঝাড়গ্রাম, মন্দারমনি, বিষ্ণুপুরের মতন জায়গা। আবার তেমনি অনেকে পুরী, সিমলিপাল, বালেশ্বরের মতন জায়গা তো ঘুরতে যাচ্ছেন। এবার আপনি যদি এবারের শীতে উড়িষ্যার (Odisha) আনাচে-কানাচে ঘুরতে যেতে চায় তাহলে যেতে পারেন দারিংবাড়ি। এখানে গেলে আর কোথায় কোথায় ঘুরতে পারবেন তা জানানো হল।

দারিংবাড়ি ঘুরতে গিয়ে মিস করবেন না এই দুই অফবিট ডেস্টিনেশন (Odisha)

শীতকালে ঘুরতে যাওয়ার অন্যতম জায়গা দারিংবাড়ি। কিন্তু এখানে অদূরে সবুজে মোড়া আরও একটি ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন রয়েছে। সেই জায়গাটির নাম কি আপনারা জানেন। আপনিও যদি এবারে শীতে ওড়িশায় ঘুরতে যান (Odisha)‌। তাহলে অবশ্যই যাবেন ফুলবনি। পর্যটক মহলে এর বেশি নাম ডাক না থাকলেও, এই জায়গাটি খুব সুন্দর।

Odisha don't miss these two offbeat destinations while visiting Daringbari

আরও পড়ুন: রোজকার ঝোলভাত নয়, একটু অন্যরকম কিছু খেতে চান? বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট-স্টাইল চিকেন হটপাঞ্চ

কান্দামাল জেলার সদর শহর ফুলবনি। শলাঙ্কি নদীর তীরে এই জায়গাটি অবস্থিত। এবং দারিংবাড়ি থেকে প্রায় ১০৪ কিলোমিটার দূরে রয়েছে এই জায়গাটি। তাই হাতে তিন চার দিন সময় নিয়ে দারিংবাড়ি ঘুরতে গেলে এইখানে একবার ঘুরে আসতে পারেন।

এখানে গেলে আপনি দেখতে পাবেন পুতুদি জলপ্রপাত। ফুলমণি শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরেই অবস্থিত এই ঝর্ণা টি। সবুজের জঙ্গল আর বড় পাথরের ঘেরা এই অঞ্চলে মূলত এই জলপ্রপাত দেখতে পর্যটক এরা ভিড় করেন। এমনকি এই ঝর্ণার কাছে যেতে গেল আপনাকে জঙ্গলের পথ ধরেই যেতে হবে।

এছাড়াও দারিংবাড়ি থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত মন্দাসারুর। এখানে গেলে আপনি পাখির কলরব ও জলপ্রপাতের শব্দ ছাড়া কোন কিছুই শুনতে পাবেন না। তাই এই জায়গাটিকে অনেকে সাইলেন্ট ভ্যালি বলেন। তাছাড়া দারিংবাড়ি বেড়াতে গেলে এইখানে একবার আসবেন। পাশাপাশি এখানে থাকা খাওয়ার জন্য চিন্তা করার কিছু নেই। কয়েকটি হোমস্টে রয়েছে (Odisha)।