বাংলা হান্ট ডেস্ক: Disney+Hotstar-কে ঘিরে মুকেশ আম্বানির (Mukesh Ambani)-র গেমপ্ল্যান খুব একটা সফল হয়নি। বরং, JioCinema অ্যাপে বিনামূল্যে IPL (Indian Premier League)-এর ম্যাচ দেখিয়ে মুকেশ আম্বানি Disney+Hotstar-এর থেকে বেশি আয় করেছেন। উল্লেখ্য যে, Disney+Hotstar অ্যাপে ম্যাচ দেখতে ব্যবহারকারীদের ১,৪৯৯ টাকা সাবস্ক্রিপশন নিতে হয়েছিল।
তবে, প্রশ্ন উঠেছে যে কিভাবে Disney+Hotstar-কে টেক্কা দিল JioCinema? বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। জানিয়ে রাখি যে, Disney+Hotstar সর্বদা অ্যাপের আয়ের জন্য সাবস্ক্রিপশনের ওপর জোর দিয়েছে। যেখানে JioCinema অ্যাপ সবসময় গ্রাহকদের জন্য বিনামূল্যে উপলব্ধ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে, ফ্রি হওয়ার সুবাদে JioCinema অ্যাপে রেকর্ড সংখ্যক ব্যবহারকারীরা লাইভ ক্রিকেট ম্যাচ দেখেছেন। এদিকে, JioCinema অ্যাপ বিজ্ঞাপনের খরচ বেশি রাখে। পাশাপাশি, বিজ্ঞাপন কোম্পানিগুলি এখানে দর্শক সংখ্যা বেশি থাকায় বিজ্ঞাপনের জন্য আরও টাকা দিতে রাজি হয়।
আরও পড়ুন: PAK সীমান্তে ভারতীয় বায়ুসেনার শক্তি প্রদর্শন! ভয়ঙ্কর হুঙ্কার Rafale-Jaguar-এর
এসেছে রেকর্ড ভিউ: IPL ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে JioCinema অ্যাপে দর্শক সংখ্যায় বিপুল বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। প্রায় ১২ কোটি মানুষ JioCinema-এ লাইভ ক্রিকেট ম্যাচ দেখেছেন। যা Disney+Hotstar-এ IPL ২০২২-এর উদ্বোধনী ম্যাচ দেখেছেন এমন ৮ কোটি দর্শকের তুলনায় ৫০ শতাংশ বেশি। এর কারণ ফ্রি-তে IPL ম্যাচ দেখা। পাশাপাশি, ওই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি যখন ম্যাচ খেলতে আসেন, তখন দর্শকসংখ্যা ২৪ কোটিতে পৌঁছেছিল। যেটি একটি রেকর্ড হিসেবে বিবেচিত হয়েছে।
আরও পড়ুন: জঙ্গলে কেউ লাগিয়েছে আগুন! নেভানোর কাজে ছুটে এল স্কুলের পড়ুয়ারা, বাঁকুড়ায় তৎপর “সবুজ বাহিনী”
ফ্রি ম্যাচ দেখিয়ে মোটা টাকা: Disney+Hotstar IPL ২০২২-এ সাবস্ক্রিপশনের মাধ্যমে ১,২০০ কোটি টাকা আয় করেছিল। যেখানে JioCinema অ্যাপ IPL ২০২৩-এর সময় বিনামূল্যে IPL দেখিয়ে বিজ্ঞাপন থেকে ৩,২৩৯ কোটি টাকা আয় করেছে। যা ২০২২ সালে Disney+Hotstar-এর সাবস্ক্রিপশন এবং বিজ্ঞাপনের আয়ের তুলনায় অনেকটাই বেশি।