বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা নির্বাচনে চর্চার শিরোনামে থাকা অন্যতম একটি নাম কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly Former Justice of Calcutta High Court)। বিচারপতির আসন ত্যাগ করে বিজেপিতে (BJP) যোগ। টিকিটও পেয়েছেন তিনি। তমলুক আসন থেকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন এক্স জাস্টিস। এবার এই হেভিওয়েট বিজেপি প্রার্থীর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্র সরকার (Central Government)।
শিয়রে লোকসভা ভোট। আর তার আগেই বাংলার চার বিজেপি নেতার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করল গেরুয়া শিবির। কেবল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই নয় পাশাপাশি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ, কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিত্ বর্মণ এবং কোচবিহার জেলা বিজেপির এগ্জিকিউটিভ সদস্য তাপস দাসের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর।
উপরিক্ত এই দুই বিজেপি প্রার্থী ও দুই নেতা সকলকেই কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দেওয়া হবে। তবে সবার নিরাপত্তার ক্যাটেগরি এক নয়। এদের মধ্যে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হয়েছে ‘ওয়াই’ ক্যাটেগরির সুরক্ষা। কেন্দ্রের তরফে এর থেকেও উচ্চমানের
নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ব্যারাকপুরের বিজেপি ক্যান্ডিডেটের জন্য।
জানিয়ে রাখি, অর্জুন সিং-কে দেওয়া হয়েছে ‘জেড’ ক্যাটেগরির সুরক্ষা। উল্লেখ্য, সাধারণত দেশের মন্ত্রীরা এই সুরক্ষা পেয়ে থাকেন। জ়েড ক্যাটেগরিতে থাকেন মোট ২২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সাথে থাকেন ৪-৬ জন সিআরপিএফ বা সিআইএসএফ কমান্ডো এবং পুলিশকর্মীরা। একটি হবে বুলেট প্রুফ সহ সুরক্ষা বলয়ে থাকবে অন্তত পাঁচটি গাড়ির কনভয়। যার মধ্যে একটি হবে বুলেট প্রুফ। এবার যদি আসি খরচের দিকে তাই অর্জুনকে এই ধরনের সুরক্ষা দিতে প্রতি মাসে কেন্দ্রের কমপক্ষে ১৫-২৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে।
আরও পড়ুন: অনুব্রত চুনোপুটি! কীভাবে ১৩৩ কোটির মালিক হলেন শাহজাহান? সিনেমাকে টেক্কা দেবে সেই কাহিনী!
অর্জুনের থেকে কিছুটা পিছিয়ে থাকলেও অভিজিতের নিরাপত্তা কিছু কম নয়। তার ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থায় তার সঙ্গে দু’জন কমান্ডো থাকবেন। থাকবেন আট জন জওয়ান। থাকবে অন্তত দু’টি গাড়ির কনভয়। এই ধরনের সুরক্ষা দিতে প্রতি মাসে কেন্দ্রের কমপক্ষে ১২-১৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে।
অন্যদিকে অভিজিত্ বর্মণ এবং তাপস দাসকে দেওয়া হবে ‘এক্স’ ক্যাটাগরির সুরক্ষা। তাদের সঙ্গে থাকবেন দু’জন জওয়ান। থাকবে অন্তত একটি গাড়ির কনভয়। দুটিও থাকতে পারে।