ইন্টারনেট না থাকলেও টাকা পাঠান UPI-তে, কীভাবে পাঠাবেন বিস্তারিত জানুন…

Published on:

Published on:

UPI easily send money even without internet
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার অনলাইন পেমেন্ট করা আরও সহজ। এখন সকল ইউপিআই (UPI) লেনদেন করা যাবে অফলাইনে। কারণ অনেক সময় বড় ক্যাশ নিয়ে ঘোরাঘুরি করা বড় ঝক্কির বিষয় হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় দেখা যায় রেস্তোরায় খেতে যাওয়ার পর ইন্টারনেট কাজ করছে না। অন্যদিকে আপনি তাকাও নিয়ে আসেন নি। কিন্তু নেট না থাকায় আপনি বিল পেমেন্ট করতে পারছেন না। এরকম সমস্যার সম্মুখীন কম বেশি সকলকেই হতে হয়েছে। তাই এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। জেনে নিন কিভাবে এই সমস্যার সমাধান হবে।

ইন্টারনেট না থাকলেও UPI-তে টাকা পাঠান সহজে (UPI)

বর্তমান দিনে অনলাইনে মানুষ বেশি টাকা আদান প্রদান করে। কারণ এর ফলে একটা চিন্তা মাথায় নিয়ে চলতে লাগে না। তবে অনেক সময় ইন্টারনেট সমস্যার কারণে টাকার লেনদেন করা অসুবিধা হয়ে ওঠে। তবে এবার আর সেই সমস্যার মুখোমুখি হতে হবে না। কারণ ইন্টারনেট ছাড়াও আপনি ইউপিআই-তে (UPI) টাকা পাঠাতে পারবেন। কিভাবে করবেন তার নিচে বিস্তারিত জানানো হল।

UPI easily send money even without internet

আরও পড়ুন: চালকবিহীন মেট্রো! কলকাতার স্মার্ট মুভ কবে থেকে শুরু হচ্ছে? যাত্রীরা প্রস্তুত থাকুন

১. আপনার ব্যাঙ্কে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সেটি থেকে *99# ডায়াল করুন।

২. ১৩ টি ভাষার অপশন পাবেন। নিজের পছন্দ মতো ভাষা বেছে নিন।

৩. ব্যাঙ্কের IFSC কোড দিন।

৪. যে অ্যাকাউন্ট থেকে ইউপিআই করতে চান, সেটি বেছে নিন।

৫. ডেবিট কার্ডের শেষ ৬ টি ডিজিট ও এক্সপায়ারি ডেট দিন।

৬. ব্যস, ভেরিফাই হয়ে গেলেই অফলাইনেই ইউপিআই লেনদেন করতে পারবেন।

৭. আবার *99# ডায়াল করুন।

৮.এবার মেনু থেকে ১ বেছে নিন লেনদেনের জন্য।

৯. ইউপিআই, মোবাইল নম্বর বা বেনিফিসিয়ারি, যেভাবে পেমেন্ট করতে চান, তা বেছে নিন।

১০. যাকে টাকা পাঠাবেন তাঁর মোবাইল নম্বর অথবা ইউপিআই আইডি দিন।

১১. এবার পেমেন্ট ডিটেল মিলিয়ে নিন।

১২. তারপর পিন নম্বর দিন।

১৩. ব্যস, আপনার কাজ শেষ। এবার টাকা পাঠানোর মেসেজ পেয়ে যাবেন। তবে এখানে আপনি ৫০০০ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন (UPI)।