বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের ধনী ব্যক্তিদের তথ্য প্রদানকারী ওয়েবসাইট ফোর্বস (Forbes) সম্প্রতি বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে। ফোর্বস দ্বারা প্রকাশিত ২০২৪ সালের বিলিয়নেয়ারদের সাম্প্রতিক তালিকা অনুসারে জানা গিয়েছে যে, ভারতীয় শিল্পপতি তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mueksh Ambani) মোট সম্পদের বিচারে এশিয়ায় প্রথম স্থানে রয়েছেন।
এর পাশাপাশি তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় একাদশ স্থানে রয়েছেন। এদিকে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন LVMH-এর মালিক বার্নার্ড আর্নল্ট। এমতাবস্থায়, চলুন জেনে নিই শ্রেষ্ঠ ধনুকবেরদের তালিকায় কে কোন স্থানে রয়েছেন!
তালিকায় প্রথম স্থানে রয়েছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট: ফোর্বসের তালিকায় বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, ধনকুবেরদের তালিকায় প্রথম স্থানে রয়েছে ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ২২২.৪ বিলিয়ন ডলার। পাশাপাশি, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ২০০.২ বিলিয়ন ডলার। এদিকে, এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আমেরিকার টেসলা এবং স্পেসএক্স কোম্পানির মালিক ইলন মাস্ক। যাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়ে রয়েছে ১৯৫ বিলিয়ন ডলারে।
আরও পড়ুন: ভারতে এই প্রথম! চালক ছাড়াই নিশ্চিন্তে চলবে Self-Driving Electric Scooter, নয়া নজির গড়ল Ola
ধনকুবেরদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ (১৭৭.৬ বিলিয়ন ডলার)। পঞ্চম স্থানে রয়েছেন ল্যারি এলিসন (১৫৫.১ বিলিয়ন ডলার), ওয়ারেন বাফেট এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১৩৩ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: ব্যর্থ হল Disney+Hotstar-এর প্ল্যান! JioCinema-য় ফ্রি-তে ম্যাচ দেখিয়েই বিপুল লক্ষ্মীলাভ আম্বানির
সপ্তম ধনী হলেন বিল গেটস: এদিকে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ফোর্বসের তালিকায় ১৩১ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। পাশাপাশি, ১২৮.৫ বিলিয়ন ডলারের সম্পদের সাথে আট নম্বরে রয়েছেন ল্যারি পেজ। এদিকে, নবম এবং দশম স্থানে যথাক্রমে রয়েছেন স্টিভ বলমার (১২৫.০ বিলিয়ন ডলার) এবং সের্গেই ব্রিন (১২৩.৫ বিলিয়ন ডলার)। এদিকে, এই তালিকায় ১৭ তম স্থানে রয়েছেন ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি। তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪.৮ বিলিয়ন ডলারে।