বাংলা হান্ট ডেস্ক: ক্রমাগত ঊর্ধ্বমুখী সোনার দাম (Gold Price)। হলুদ ধাতুর দর বৃদ্ধি পাওয়ার ফলে যথারীতি মাথায় হাত পড়েছেল মধ্যবিত্তের। তবে নভেম্বর মাস পড়তেই হলুদ ধাতুর দর কিছুটা কমেছে। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। কিন্তু শুক্রবার সোনা ও রুপো উভয়ের দামি অপরিবর্তিত রয়েছে। আজকে যদি আপনি সোনা অথবা রুপোর গহনা কেনা পরিকল্পনা করেন, তাহলে এক নজরে আজকের রেট দেখে নিন।
এক নজরে দেখে নিন আজকের ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত যাচ্ছে (Gold Price)
সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত সঞ্চয়ের জিনিস। শুধুমাত্র যে গহনা হিসেবে সোনা ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। দেখুন আজকের রেট (Gold Price)।

আরও পড়ুন: গন্ধরাজ মেশানো চিংড়ি পাতুরি গরম ভাতেই মিলবে অসাধারণ স্বাদ, প্রণালী রইল
আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৮৫০টাকা (০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৮৫০০টাকা (০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৪৭০ টাকা (০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৪৭০০টাকা (০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৪১০টাকা (০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৪১০০ টাকা (০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৫৭৪০(০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫৭৪০০(০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৫৭৩০টাকা (০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৫৭৩০০টাকা (০)।
প্রসঙ্গত সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে।












