T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় জায়গা হবে না যশস্বীর, এই বিধ্বংসী প্লেয়ারকে সুযোগ দেবেন রোহিত

বাংলা হান্ট ডেস্ক : ২০২৩ সালের ODI World Cup দোড়গড়ায় গিয়ে ফিরে আসে ভারত (India)। দেশের মাটি থেকে কাপ ছিনিয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে এর চেয়ে বড় লজ্জার বোধহয় আর কিছুই হয়না। তারপর থেকেই ১৫০ কোটি ভারতীয়র লক্ষ্য টি২০ বিশ্বকাপের দিকে। রোহিত শর্মার কাছেও এ যে বিরাট বড় চ্যালেঞ্জ সেকথা বলাই বাহুল্য।

এই মুহূর্তে ভারতীয় জাতীয় দলের (India National Cricket Team) অধিনায়ক রোহিত শর্মার একমাত্র লক্ষ্য হল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এবং ২০১৩ সালের পর ভারতকে প্রথম আইসিসি ট্রফি দেওয়া। তার জন্য সবার আগে দরকার টিম নির্বাচন করা। সেই কারণেই চলতি IPL-র দিকে চেয়ে রয়েছে গোটা BCCI। বিশ্বকাপে সুযোগ পাওয়ার জন্য IPL এর পারফরম্যান্স যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকথা বলাই বাহুল্য।

BCCI সূত্রে খবর, T20 বিশ্বকাপে রোহিত শর্মা কেবল ভারতীয় দলের অধিনায়কই হবেননা সেই সাথে ওপেনিংয়েও তিনিই খেলবেন। তবে এখানে তাকে সঙ্গ দেবে কে সেটাই এখন বড় প্রশ্ন। এমনিতে দীর্ঘদিন ধরে টি টোয়েন্টি ফরম্যাটে রোহিত শর্মার সাথে ওপেনিং করছেন যশস্বী জয়সওয়াল। পূর্বে শোনা যাচ্ছিল, এবারও তিনিই ওপেনিং করবেন। তবে চলতি IPL-এ তার পারফরমেন্স দেখে মোটেও খুশি নন টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন : পাকিস্তানে ২০ জঙ্গি নেতা খুন, গুরুতর অভিযোগ ভারতের বিরুদ্ধে! জবাব দিল নয়া দিল্লি

রাজস্থান রয়্যালসের হয়ে ৩ ম্যাচে মাত্র ৩৯ রান উঠে এসেছে তার ব্যাটে। গোটা মরশুমে তার পারফরমেন্স যদি এমনিই থাকে তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে সুযোগ দেওয়া যাবেনা বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন হল যশস্বী রোহিতের সঙ্গী না হলে কে হবেন হিটম্যানের পার্টনার? তবে IPL ২০২৪ এ তিনি যেভাবে খেলে চলেছেন তাতে জসওয়ালকে সরিয়ে ফের একবার শুভমানকে দিয়ে খেলানোর কথা ভাবছে BCCI।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর